Apan Desh | আপন দেশ

ভালোবাসা দিবস পালন না করার আহবান ছাত্রশিবিরের

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৬:১৩, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

ভালোবাসা দিবস পালন না করার আহবান ছাত্রশিবিরের

ইসলামী ছাত্রশিবির

বিশ্ব ভালোবাসা দিবসকে পালন না করার আহবান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এছাড়া ক্যাম্পাসগুলোতে ভালোবাসা দিবস উপলক্ষে কনসার্ট না করারও আহবান জানায় সংগঠনটি। 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ছাত্রশিবির তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ আহবান জানায়।

ছাত্রশিবির ফেসবুক পেজে একটি ফটোকার্ড শেয়ার করা হয়। ফটোকার্ডে লেখা ছিল, ভ্যালেন্টাইন আমাদের সংস্কৃতি নয়। ভালোবাসা দিবসকে না বলুন, সুস্থ সংস্কৃতির বিকাশ করুন।

এদিকে, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৬ টা ৪০ মিনিটে ছাত্রশিবিরের পেজ থেকে আরেকটি ফটোকার্ড শেয়ার করা হয়েছে। সেখানে লেখা রয়েছে, সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনার ছেলে-মেয়েদের সঙ্গে সময় ব্যয় করুন। সন্তানকে একা ছেড়ে দেবেন না।

এরপর ছাত্রশিবির পেজ থেকে সকাল ৯টা ২৭ মিনিটে আরেকটি পোস্ট দেয়া হয়। সেখানে লেখা হয়, ভ্যালেন্টাইন আমাদের সংস্কৃতি নয়।

এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, আমাদের নিজস্ব সংস্কৃতি ও মূল্যবোধের সঙ্গে ভালোবাসা দিবসের কোনো মিল নেই। তাই সুস্থ সংস্কৃতি বিকাশে সবাইকে এগিয়ে আসতে হবে।

আপন দেশ/এমএস
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়