Apan Desh | আপন দেশ

নির্বাচনের আগেই আ.লীগের নিবন্ধন বাতিল চাই: নাসিরুদ্দিন পাটোয়ারী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৬, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৬:৩৭, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

নির্বাচনের আগেই আ.লীগের নিবন্ধন বাতিল চাই: নাসিরুদ্দিন পাটোয়ারী

নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক কমিটির আহবায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, গণহত্যার দায়ে জাতীয় নির্বাচনের আগেই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। নির্বাচনের আগে ওই দলের নিবন্ধন বাতিলের বিষয়ে সচেষ্ট না হলে মানুষের সামনে গভীর সংকট অপেক্ষা করছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় সভায় এসব কথা বলেন তিনি।

স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে ‘বাংলাদেশ রাষ্ট্রের স্বৈরতান্ত্রিক ভিত্তি: জুলাই ছাত্র-গণঅভ্যুত্থানের সম্ভবনা’ শিরোনামে এ আলোচনা সভার আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি। 

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আয়নাঘরে আটকে রেখে হত্যা ও নির্যাতনের চিত্র জাতিসংঘের রিপোর্টে উঠে এসেছে। পতিত স্বৈরাচার আওয়ামী লীগকে বিচারের মধ্য দিয়ে যেতে হবে। 

তিনি আরও বলেন, অবশ্যই আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করতে হবে।

নতুন রাজনৈতিক দল প্রসঙ্গে জাতীয় নাগরিক কমিটির আহবায়ক বলেন, আমাদের যে নতুন রাজনৈতিক দল আসছে, তা হবে মধ্যমপন্থী। সামাজিকভাবে আমাদের ঐক্যের জায়গা গড়ে তুলতে হবে।

এ সময় গণপরিষদের নির্বাচনের দিকে নজর দেয়ার আহবান জানান তিনি।

কমিটির কেন্দ্রীয় সদস্য তাসনূভা জাবীনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য টিনা নন্দী, মুশফিকুর রহমা ও হুমায়রা নূর।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়