
রুহুল কবির রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এতো হত্যাকাণ্ড চালানোর পরও কোনো অনুশোচনা নেই শেখ হাসিনার। রাষ্ট্র নিয়ে এখনও খেলা করেছে তিনি।
রাজধানীর নয়াপল্টনে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র শবে বরাত উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী।
জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করলে শেখ হাসিনাকে এভাবে দেশ ছেড়ে পালাতে হতো না বলে মন্তব্য করেনবিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।
রিজভী বলেন, অনেক রক্তের বিনিময়ে এ জাতি স্বাধীনতা পেয়েছে। ক্ষুদ্র স্বার্থের কারণে সেই স্বাধীনতা যেন ক্ষুন্ন না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। যা দেশের জনগণের জন্য কল্যাণ আমাদেরকে সেটাই করতে হবে।
আরও পড়ুন<<>>নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি: মির্জা আব্বাস
তিনি আরও বলেন, আলাপ-আলোচনার মধ্য দিয়ে আগে জাতীয় নির্বাচন দিতে হবে। পরে স্থানীয় সরকার নির্বাচন হবে। গণতন্ত্র যাতে বারবার হোঁচট না খায় সেজন্য প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দিতে হবে।
বিএনপির সিনিয়র এ নেতা বলেন, একটি অবাধ-সুষ্ঠু নির্বাচন দিতে হবে, যাতে সবাই অংশ গ্রহণ করতে পারে। ভোটাররা যেন নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে। এটা যে অন্তর্বর্তীকালীন সরকারের বড় কাজ সেটা তাদের করে দেখাতে হবে।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।