
মির্জা ফখরুল ইসলাম
নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলো ন্যূনতম ঐকমত্যে তৈরি করে দ্রুতই জাতীয় নির্বাচন আশা করে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দলগুলোর কাছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সংস্কারের প্রস্তাব তুলে ধরেছেন। সেগুলোর ওপর আলোচনা করা হবে।
বিএনপি মহাসচিব বলেন, বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত দিয়েছেন। দ্রুততম সময়ের মধ্যে সংস্কারের ন্যূনতম ঐকমত্য তৈরি হবে। আর সেটার ওপর ভিত্তি করে দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এটাই আমাদের প্রত্যাশা।
তিনি আরও বলেন, আজকের বৈঠকে আমরা পরিষ্কারভাবে বলেছি, আগে জাতীয় নির্বাচন হবে, তারপর স্থানীয় সরকার নির্বাচন।
মির্জা ফখরুল বলেন, সংস্কারের যে প্রতিবেদনগুলো কমিশন জমা দিয়েছে, সেগুলোর ওপর আলাপ-আলোচনা হবে। দলগুলো এসব নিয়ে কথা বলবে কমিশনগুলোর সঙ্গে এবং একটা ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করা হবে।
এদিন বিকেল ৩টার পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়। রাষ্ট্র সংস্কারের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক এটি। বৈঠকে ২৬টি দল ও জোটের প্রায় ১০০ নেতা অংশ নেন।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।