
আন্দালিব রহমান পার্থ
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনের আগে আমরা জাতীয় র্নিবাচন চাই।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক শেষে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস অ্যাকাডেমির সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
পার্থ বলেন, কমিশনের বৈঠকে ছোট ছোট পরামর্শ দেয়া হচ্ছে। নির্বাচন কবে হবে, কোন কোন রাজনৈতিক দল দ্রুত নির্বাচন চায়। এসব নিয়ে আলোচনা হচ্ছে। তবে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি, আগে জাতীয় নির্বাচন চাই, পরে স্থানীয় সরকার নির্বাচন।
আরও পড়ুন<<>>ন্যূনতম ঐক্য তৈরি করে দ্রুত জাতীয় নির্বাচনের আশা বিএনপির
তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার শঙ্কা রয়েছে। এ নির্বাচনে অনেক বেশি রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। বাস্তব পরিস্থিতি ভিন্ন।
আওয়ামী লীগকে অনেকেই মেনে নেয় না, নেবেও না মন্তব্য করে পার্থ বলেন, এ সহিংসতা যেন না হয়। স্থিতিশীলতা বজায় থাকে সেটিই আমাদের মূল দাবি।
বিজেপি চেয়ারম্যান বলেন, কোনো ধরনের সংস্কারের জন্য যেন জাতীয় নির্বাচন বিলম্বিত না হয় সে বিষয়েও আমাদের অবস্থান স্পষ্ট করেছি। অনেকে স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের পক্ষে মত দিয়েছেন।
এদিন বিকেল ৩টার পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়। রাষ্ট্র সংস্কারের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক এটি। বৈঠকে ২৬টি দল ও জোটের প্রায় ১০০ নেতা অংশ নেন।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।