
নুরুল হক নুর
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে বেশির ভাগ রাজনৈতিক দল একমত বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
সংস্কার কমিশনের বৈঠকে বেশির ভাগ রাজনৈতিক আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে মোটামুটি একমত মন্তব্য করে তিনি আরও বলেন, আমরা চেয়েছিলাম আজকের মিটিং থেকে আওয়ামী লীগের বিষয়ে একটা সিদ্ধান্ত হোক।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে এসব কথা বলেন নুর।
স্থানীয় সরকার নির্বাচন আগে না জাতীয় নির্বাচন আগে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কিছু রাজনৈতিক দল চেয়েছে যে স্থানীয় সরকার নির্বাচন আগে হলে তৃণমূলে সংঘাত, সহিংসতা বাড়বে। আওয়ামী লীগ মাথাচাড়া দেবে।
এটা তাদের সঠিক ব্যাখ্যা-বিশ্লেষণ না। কারণ স্থানীয় সরকার নির্বাচনে এখন হলেও টুকটাক ঝামেলা হবে বলেও মনে করেন গণ অধিকার পরিষদ নেতা।
নুর আরও বলেন, গত ৫৩ বছর ইতিহাস আমরা দেখেছি ফেয়ার ভোটে নির্বাচত সরকারের প্রভাব থাকে স্থানীয় সরকার নির্বাচনে।
আমরা জানিয়েছি , জাতীয় নির্বাচন যদি ডিসেম্বরে হয় তবে ১০ মাস বাকি আছে। তাহলে এ ১০ মাস কি স্থানীয় সরকারে প্রতিনিধিবিহীন থাকবে কি না? এ বিষয়টি বিবেচনার জন্য বৈটকে আহবান জানিয়েছে আমরা।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।