Apan Desh | আপন দেশ

পবিপ্রবিতে বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, আহত ৩

পবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২২:০৩, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

পবিপ্রবিতে বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, আহত ৩

ছবি: আপন দেশ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিএনপির সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর আগমনকে কেন্দ্র করে দুগ্রুপের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে ৩ জন আহত হয়েছে। 

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মুক্ত বাংলার সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আগামী ২৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে প্রশাসনের সঙ্গে প্রস্তুতিমূলক মতবিনিময় সভায় অংশ নিতে পবিপ্রবির ক্যাম্পাসে যান আলতাফ হোসেন চৌধুরী।  তার আগমনকে কেন্দ্র করেই দুগ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, আলতাফ হোসেন চৌধুরীর আগমন উপলক্ষে আনোয়ার হোসেন হাওলাদার গ্রুপকে দাওয়াত না দিয়ে অন্য গ্রুপকে দাওয়াত দেয়ায় দুগ্রুপের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম ও সদস্য মতিউর রহমান দিপু আহত হন। তাদের উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় মতিউর রহমান দিপু বাদি হয়ে অপর গ্রুপের কয়েকজনের বিরুদ্ধে দুমকি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে দুমকি উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান বলেন, আলতাফ হোসেন চৌধুরীর পবিপ্রবির ক্যাম্পাসে আগমন সম্পর্কে আমরা কিছুই জানিনা। নিজেদের মধ্যে সংঘর্ষের ঘটনা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক।

আপন দেশ/এমএস
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়