Apan Desh | আপন দেশ

সব দোষ চাপানো হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার ওপর: মুখ্য সংগঠক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৫২, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

সব দোষ চাপানো হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার ওপর: মুখ্য সংগঠক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ

সারা দেশে চাঁদাবাজি, ধর্ষণ ও কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ জনগণ। এমন পরিস্থিতির মধ্যেই রোববার (২৩ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বনশ্রীতে বড় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধ্যরাতে বিক্ষোভ মিছিল হয়েছে। 

এ অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরব হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ। এক স্ট্যাটাসে তিনি লেখেন, আর্মি (সেনাবাহিনী) সহযোগিতা করছে না, সব দোষ চাপানো হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর ওপর।

রোববার দিবাগত মধ্যরাতে নিজের ফেসবুক আইডিতে এমন কথা লেখেন তিনি। মাসউদ লিখেন, আর্মি দায়িত্ব নিয়েছিলো দেশের আইনশৃঙ্খলা রক্ষার, ম্যাজিস্ট্রেসি পাওয়ারও নিয়েছিলো।

তিনি আরও লেখেন, কিন্তু আর্মি কি করছে!!! এ ম্যাজিস্ট্রেসি পাওয়ার পেয়ে কত অস্ত্র উদ্ধার করেছে?? কতজন আওয়ামী সন্ত্রাসী অ্যারেস্ট করেছে?? কতজন চাঁদাবাজ-দখলদার অ্যারেস্ট করেছে??’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক মাসউদ লেখেন, আর্মি সহযোগিতা করছে না, আর সব দোষ চাপানো হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার ওপর!! আর্মি প্রধান তো দায়িত্ব নিয়েছে দেশের আইনশৃঙ্খলা ঠিক করে দেয়ার, করছে না ক্যান!!!’

জনগণের উদ্দেশ্যে তিনি লেখেন, ‘প্রশ্ন করেন...

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়