
ফাইল ছবি
জামায়াতে ইসলামী ঘোষিত ২৫ ফেব্রুয়ারির প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে এক বিবৃতিতে এ ঘোষণা দেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
গোলাম পরওয়ার বলেন, দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে এ কর্মসূচি আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। একইসঙ্গে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের স্বেচ্ছায় গ্রেফতার হওয়ার কর্মসূচিও দলের সিনিয়র নেতাদের অনুরোধে স্থগিত করা হয়েছে।
আরও পড়ুন>>>প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা জামায়াতের
এর আগে জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচি ঘোষণা করে দলটি। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে গণঅবস্থান কর্মসূচি ঘোষণা দেন দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।