Apan Desh | আপন দেশ

নির্বাচনের মাধ্যমেই দেশের অস্থিরতা দূর হবে: তারেক রহমান

কুমিল্লা প্রতিনিধি  

প্রকাশিত: ২১:৪৬, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২১:৪৮, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

নির্বাচনের মাধ্যমেই দেশের অস্থিরতা দূর হবে: তারেক রহমান

ফাইল ছবি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশে আর অস্থিরতা দেখতে চাই না আমরা। দেশে বহু অস্থিরতা হয়েছিল। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই দ্রুত দেশের এ অস্থিরতা দূর করা সম্ভব।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লা টাউনহল মাঠে মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমরা লক্ষ্য করছি অন্তর্বর্তী সরকারের কারও কারও বক্তব্যে অস্থিরতা তৈরি হচ্ছে। প্রশাসনের বিভিন্ন স্থানে আমরা অস্থিতিশীলতা দেখছি। আমরা কোনো অস্থিতিশীলতা দেখতে চাই না।

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, পলাতক স্বৈরাচার দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে গেছে। অর্থনৈতিক ও নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে গেছে। প্রশাসনকে ধ্বংস করে দিয়ে গেছে।

তারেক রহমান বলেন, গত ১৫-১৬ বছর ধরে গুম, খুন, হামলা-মামলা ও আন্দোলনের মধ্য দিয়ে বিএনপিকে যেতে হয়েছে। সেজন্য দেশের মানুষের প্রত্যাশা পূরণে বিএনপির চেষ্টা অব্যাহত আছে এবং থাকবে। বিএনপি জনগণের দল, বিএনপি জনগণের কথা বলে।

নির্বাচনের বিষয়ে তিনি বলেন, আমরা চাই অন্তর্বর্তী সরকার একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিবে। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি, বিভিন্ন ব্যক্তি মানুষের অধিকার ফিরিয়ে দেয়ার ক্ষেত্রে বিভিন্ন কথা বলছেন।

সম্মেলন উদ্বোধন করেন দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারি আবু।

এতে বিশেষ অতিথির বক্তব্য দেন দলের কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমন, সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, যুগ্ম আহবায়ক আমিরুজ্জামান আমির, সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জসিম উদ্দিন, সাবেরা আলাউদ্দিন প্রমুখ।

সম্মেলনে আগামী দুই বছরের জন্য মহানগর বিএনপির সভাপতি হিসেবে উদবাতুল বারি আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু ও সাংগঠনিক সম্পাদক হিসেবে রাজিউর রহমান রাজিবের নাম ঘোষণা করা হয়।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়