Apan Desh | আপন দেশ

অন্যকে বলার আগে নিজে পরিবর্তন জরুরি: মিজানুর রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

অন্যকে বলার আগে নিজে পরিবর্তন জরুরি: মিজানুর রহমান

ড. মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত

নিজেদের ব্যক্তিত্বের মাধ্যমে ইসলামের দাওয়াত প্রচারের আহবান জানিয়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী। তিনি বলেন, ইসলাম প্রচারে মুখের কথার চেয়ে আচরণ, ব্যক্তিত্ব, সততা বেশি কার্যকর। আর মানুষকে শুধরাতে বলার আগে নিজে পরিবর্তন হওয়া জরুরি।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘মেডিকেল দাওয়াহ সোসাইটি অব বাংলাদেশ’ আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন<<>> ক্ষুদ্র সংকীর্ণতা ভুলে দেশ-জাতির স্বার্থে একত্রে কাজ করুণ: খালেদা জিয়া

ইসলামি বক্তা বলেন, ইসলাম প্রচারে মধ্যমপন্থা অবলম্বন করা উচিত। আমরা বাড়াবাড়ি করব না, ছাড়াছাড়িও করব না। ছাত্ররা যে দল করেছে,তারাও মধ্যমপন্থা অবলম্বন করছে। আমি এখানে সেটা বলছি না। আমরা যখন ইসলামের জন্য দাওয়াত দেই তখন ‘মানহাজুল ওসাতিয়াহ’ অর্থাৎ মধ্যমপন্থা মেনে চলব। চিকিৎসকদের ইসলামি দাওয়াতের কাজ করলে মানুষ তাদের সম্মান করে। মানুষের কাছে তাদের কথার গুরুত্ব অনেক।

মিজানুর রহমান বলেন, ‘ফেরাউনের ক্ষেত্রেও হজরত মুসা (আ.)-কে কোমল ভাষায় দাওয়াত দেয়ার কথা বলেছেন মহান আল্লাহ। তাহলে বর্তমানে আমাদের চারপাশে যারা জালিম তারা কি ফেরাউনের চেয়ে বেশি?

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়