Apan Desh | আপন দেশ

‘জাতীয় নাগরিক পার্টি’র আত্মপ্রকাশ আজ, প্রস্তুত হচ্ছে মঞ্চ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮:৪৩, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

‘জাতীয় নাগরিক পার্টি’র আত্মপ্রকাশ আজ, প্রস্তুত হচ্ছে মঞ্চ

ফাইল ছবি

জুলাই বিপ্লবে নেতৃত্বদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে নতুন রাজনৈতিক দলের। নতুন রাজনৈতিক দলের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংগঠনটি আত্মপ্রকাশ করবে। 

নব গঠিত ‘জাতীয় নাগরিক পার্টি’র আহবায়ক পদে থাকছেন সদ্য তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা নাহিদ ইসলাম। সদস্য সচিব হিসেবে থাকছেন আখতার হোসেন। 

জাতীয় নাগরিক কমিটির নেতৃস্থানীয়রা বলেন, ‘আগামীকাল (শুক্রবার) ব্যাপক জনসমাবেশে নতুন দল আত্মপ্রকাশ করবে। দলটির নাম ইংরেজিতে ন্যাশনাল পাবলিক পার্টি, বাংলায় ‘জাতীয় নাগরিক পার্টি’ হতে পারে। তা ছাড়া দলটি ‘মুষ্টিবদ্ধ হাত’, ‘হাতি’, ‘রয়েল বেঙ্গল টাইগার’ ও ‘শাপলা’, ‘ইলিশ’ এ পাঁচটির যেকোনো একটি প্রতীকে নিবন্ধন নিয়ে আগামী নির্বাচনে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে অংশ নিতে পারে বলে জানা গেছে।

সূত্র জানায়, শুরুতে ‘জাতীয় নাগরিক পার্টি’র ১৫১ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করা হবে। পরে সে কমিটিকে বর্ধিত করে ৩০০ সদস্যের করা হতে পারে। এ সময় জাতীয় নাগরিক কমিটির উপজেলা পর্যায়ের ৩২৮টি কমিটি থেকে নতুন রাজনৈতিক দলে যুক্ত হবেন নেতারা। শুরুতে আহবায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠক এবং মুখপাত্র এ চারটিকে শীর্ষ পদ হিসেবে রেখে দল গঠনের কথা ভাবা হলেও, এর সঙ্গে আরও পাঁচটি পদ যুক্ত হবে বলে জানা গেছে। এরই মধ্যে ৭০ জনকে বাছাইসহ শীর্ষ ৯টি পদের জন্য ৯টি নাম চূড়ান্ত করা হয়েছে।

সূত্র আরও জানায়, হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সারজিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া শীর্ষ পদগুলোয় নাগরিক কমিটির আহবায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখপাত্র সামান্তা শারমিন, যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার, তাসনিম জারা ও আরিফুল ইসলাম আদীব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল, মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ থাকবেন বলে জানা গেছে।

এর আগে আসন্ন দলটির কমিটিতে থাকবেন না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক আলী আহসান জুনায়েদ ও যুগ্ম সদস্য সচিব রাফে সালমান রিফাত। ফেসবুক পোস্টে রাফে সালমান রিফাত বলেন, ‘২৮ তারিখে ঘোষিত হতে যাওয়া নতুন রাজনৈতিক দলে আমি থাকছি না। তবে, আমার রাজনৈতিক পথচলা থেমে থাকবে না। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক সম্ভাবনার যে জোয়ার তৈরি হয়েছিল, তাতে শর্ট টার্মে খুব ভালো কিছু পাওয়ার প্রত্যাশা রাখি না আপাতত। কিন্তু একই সঙ্গে এটাও মনে রাখি, রাজনীতি একটা লম্বা রেস। ধৈর্য নিয়ে লম্বা সময়ের জন্যই আমাদের এ রেসে টিকে থাকতে হবে। আমরা নতুন সে বাংলাদেশের প্রত্যাশী, যেটা হবে সত্যিকার অর্থেই ডেমোক্রেটিক, ইনক্লুসিভ, বৈষম্যহীন এবং আধিপত্যমুক্ত। ঐক্যবদ্ধতা ও মধ্যম পন্থাই হবে আমাদের শক্তি। দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিহাদ চলবে। আঞ্চলিক আগ্রাসনের বিরুদ্ধেও আমাদের লড়াই চলবে। বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য আমরা জান দিয়ে লড়ব। নতুন দলের জন্য দোয়া এবং শুভকামনা রইল।

নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান সফল করতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল থেকেই অনুষ্ঠানের মঞ্চসহ সার্বিক প্রস্তুতির কাজ শুরু হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনুমতি নেয়া হয়েছে। আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়