Apan Desh | আপন দেশ

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে যাচ্ছে বিএনপি 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০৯, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে যাচ্ছে বিএনপি 

ছবি : আপন দেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে গঠিত নতুন রাজনৈতিক দলের নাম ‘জাতীয় নাগরিক পার্টি’ ঠিক হয়েছে।  শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংগঠনটি আত্মপ্রকাশ করবে। নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছে বিএনপির দুই সদস্যের একটি প্রতিনিধি দল। 

প্রতিনিধি দলে থাকছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। এদিন দুপুরে রুহুল কবির রিজভী এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫ জনকে আমন্ত্রণ জানানো হয়।

গত জুলাই-আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে পতন ঘটেছে শেখ হাসিনার দেড় দশকের শাসনের, সে আন্দোলনের ছাত্রনেতাদের উদ্যোগেই ঘটতে যাচ্ছে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। মানিক মিয়া এভিনিউতে এ আত্মপ্রকাশ অনুষ্ঠানের মঞ্চ এরই মধ্যে প্রস্তুত হয়েছে। সারাদেশ থেকে সমর্থকরাও চলে এসেছেন। এখন শুধু ঘোষণার অপেক্ষা। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়