Apan Desh | আপন দেশ

নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হলেন যারা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৯:১২, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হলেন যারা

অনুষ্ঠানে যোগ দেয়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ হতে যাওয়া নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হচ্ছে আজ (শুক্রবার)। এ উপলক্ষে আমন্ত্রণ জানানো হয়েছে আন্দোলনের সময় অংশ নেয়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের। নতুন দলের নেতাদের আমন্ত্রণে সাড়া দিয়ে তারা উপস্থিতও হয়েছেন মানিক মিয়া অ্যাভিনিউতে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় সংসদ ভবনের সামনে মানিকমিয়া অ্যাভিনিউয়ে বানানো মঞ্চে এ অনুষ্ঠান শুরু হয়। আমন্ত্রিত অতিথিরাও সভাস্থলে আসতে শুরু করেন।

অনুষ্ঠানে যোগ দিতে একে একে বিভিন্ন রাজনৈতিক দলের মানিক মিয়া এভিনিউতে আসেন। যা বাংলাদেশের ইতিহাসে খুব একটা দেখা যায় না। এছাড়া দেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরাও অনুষ্ঠানে যোগ দেন। মঞ্চের সামনের দিকে তাদের জন্য আসন রাখা হয়।

আরওপড়ুন<<>>জাতীয় নাগরিক পার্টির শীর্ষ ১০ পদ চূড়ান্ত

অনুষ্ঠানে যোগ দিয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। এরমধ্যে রয়েছে- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জামায়াত ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির নুরুল ইসলাম বুলবুল, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, হেফাজতে ইসলামের নায়েবে আমীর আহমদ আলী কাশেমী, ইসলামী ঐক্যজোটের সেক্রেটারি জেনারেল সাখাওয়াত হোসেন রাজী।

এছাড়াও রয়েছেন, খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক জালালুদ্দীন আহমদ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমাম ইরান ও বিকল্পধারার নির্বাহী কমিটির সদস্য আব্দুল মান্নান প্রমুখ। এদিকে, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ পায়নি।

নতুন দলের নেতাদের মধ্যে আব্দুল হান্নান মাসুদ, নুসরাত তাবাসসুম, আরিফুল ইসলাম আদিব বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার কাছেও আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছিলেন।

হান্নান মাসউদ তখন সাংবাদিকদের বলেন, আমরা শহীদ পরিবারকে দাওয়াত করেছি। আহতদেরকে দাওয়াত করেছি। পাশাপাশি উপদেষ্টাদেররাসহ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমাদের সঙ্গে ছিল এমন সব রাজনৈতিক দলকে আমরা দাওয়াত করেছি। সুশীল সমাজ, বিদেশি বন্ধু এবং কূটনীতিকদের দাওয়াত করেছি।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়