Apan Desh | আপন দেশ

‘জাতীয় নাগরিক পার্টি’র অনুষ্ঠানিক যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫৭, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

‘জাতীয় নাগরিক পার্টি’র অনুষ্ঠানিক যাত্রা শুরু

জাতীয় নাগরিক পার্টি’র আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

সব জল্পনা-কল্পনা শেষে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলো নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আনুষ্ঠানিকভাবে এ দলের নাম ঘোষণা করা হয়। শহীদ মো. ইসমাইল হাসান রাব্বির বোন মিম আকতার দলের নাম ঘোষণা করেন।

মিম আক্তার বলেন, আপনাদের মনে আছে- গত ৫ আগস্ট দুই বোনের কাঁধে ভাইয়ের লাশ; সে দুই বোনের মধ্যে আমি একজন। ইতিহাসে এমন ঘটনা ঘটে নাই। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর ছাত্র-জনতার নেতৃত্বে রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি ঘোষণা করছি।

এ সময় আহবায়ক হিসেবে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হিসেবে আখতার হোসেনের নাম ঘোষণা করেন তিনি।

শুক্রবার বিকেল সোয়া ৪টার পর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিওয়ে আনুষ্ঠানটি শুরু হয়। শুরুতে কোরআন, গীতা, বাইবেল, ত্রিপিটক থেকে কিছু অংশ পাঠ করা হয়। এরপর সবাই একসঙ্গে জাতীয় সংগীতে গলা মেলান। পরে জুলাই অভ্যুত্থানের নিহতদের স্মরণে এক মিনিত নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে যোগ দিতে একে একে বিভিন্ন রাজনৈতিক দলের মানিক মিয়া এভিনিউতে আসেন। যা বাংলাদেশের ইতিহাসে খুব একটা দেখা যায় না। এছাড়া দেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরাও অনুষ্ঠানে যোগ দেন। মঞ্চের সামনের দিকে তাদের জন্য আসন রাখা হয়।

আরওপড়ুন<<>>জাতীয় নাগরিক পার্টির শীর্ষ ১০ পদ চূড়ান্ত

বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মধ্যে ছিলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জামায়াত ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির নুরুল ইসলাম বুলবুল, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, হেফাজতে ইসলামের নায়েবে আমীর আহমদ আলী কাশেমী, ইসলামী ঐক্যজোটের সেক্রেটারি জেনারেল সাখাওয়াত হোসেন রাজী।

এছাড়াও রয়েছেন, খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক জালালুদ্দীন আহমদ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমাম ইরান ও বিকল্পধারার নির্বাহী কমিটির সদস্য আব্দুল মান্নান প্রমুখ। তবে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ পায়নি।

এদিকে, নতুন এ দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থান থেকে ছাত্র-জনতা এতে যোগ দিয়েছে। ছাত্র-জনতা।  তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশকে ঘিরে পতাকা হাতে মিছিল নিয়ে নানা স্লোগান দেন তারা।

আজকের আয়োজনে সার্বিক নিরাপত্তায় দায়িত্বপালনে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। 

সরজমিনে দেখা গেছে, আয়োজনকে কেন্দ্র করে মেডিকেল টিম, অস্থায়ী ওয়াশ রুম, পুলিশ বুথ, নারীদের জন্য বুথ,  ভিআইপি বুথ ও পানির ব্যবস্থা করা হয়েছে। সংবাদকর্মীদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়