
এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তব্য দেন হাসনাত আবদুল্লাহ
সংসদে কে যাবে তা বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ (দক্ষিণাঞ্চল)।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জুলাই অভ্যুত্থানের শক্তি থেকে আত্মপ্রকাশ করতে যাওয়া এনসিপির দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, গণভবনে কে যাবে তা নির্ধারিত হবে বাংলাদেশ থেকে ভারত থেকে নয়।
তিনি আরও বলেন, সংসদের মসনদে কে বসবে সেটি নির্ধারণ করবে এ দেশের ভূখণ্ডের জনগণ। দীর্ঘ দেড় দশক ধরে আমরা একটা জাতি গড়ে তুলতে পারিনি। বিভাজনের রাজনীতি আমাদের মাঝে ইচ্ছা করেই জিইয়ে রাখা হয়েছে।
আরওপড়ুন<<>>‘জাতীয় নাগরিক পার্টি’র অনুষ্ঠানিক যাত্রা শুরু
নতুন দলের লক্ষ্যের কথা জানিয়ে এনসিপি’র মুখ্য সংগঠক বলেন, আমরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে প্রোপারলি ফাংশনাল করব। আমরা একতার রাজনীতি প্রচলন করব। রক্ত দেয়া শিখে গেছি, আমাদের কেউ দমায় রাখতে পারবে না। এ দেশ থেকে পরিবারতন্ত্র কবরস্থ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
যোগ্যতার ভিত্তিতে এদেশে নেতৃত্ব উঠে আসবে মন্তব্য করে হাসনাত আবদুল্লাহ বলেন, এ বাংলাদেশে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। রাজনৈতিক দলগুলোর মধ্যে সহিষ্ণুতা থাকবে।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।