Apan Desh | আপন দেশ

জাতীয় নাগরিক পার্টির ১৫১ সদস্য কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫২, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২১:৫৭, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

জাতীয় নাগরিক পার্টির ১৫১ সদস্য কমিটি ঘোষণা

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তব্য দেন আখতার হোসেন

সব জল্পনা-কল্পনা শেষে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলো নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নাহিদ হাসানকে আহবায়ক ও মো. আখতার হোসনকে সদস্য সচিব করে এ কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এ দুজনের নাম ঘোষনা করেন শহীদ মো. ইসমাইল হাসান রাব্বির বোন মিম আক্তার।

এপর সাড়ে ৬টার দিকে দলের কমিটি ঘোষণা শুরু হয়। আহবায়ক ও সদস্য সচিবের নাম ঘোষণার পর দলের আংশিক অর্গ্যানোগ্রাম পড়ে শোনান আখতার হোসেন। কমিটিতে মোট ১৫১টি পদ রয়েছে।

তিনি বলেন, দেশের মানুষ আজ এক নতুনের সুযোগ পেয়েছে। এ নতুনের দায়িত্ব যারা বহন করতে ইচ্ছুক। যারা বাংলাদেশেক নতুন কিছু উপহার দিতে চায়। একাত্তরের মুক্তিযুদ্ধে যে স্বপ্ন আমরা দেখেছিলাম- সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের বাংলাদেশ। সে স্বপ্নকে যারা বাস্তবায়ন করতে চায়। এ দেশের একটি স্বনির্ভর পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠা করতে চায়। মানুষের ভাগ্যের উন্নয়ন করতে চায়, জনস্বার্থের পলিসি নির্মাণ করতে চায়। এমন উদ্যমী নেতৃত্বে গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আংশিক অর্গানোগ্রাম।

আহবায়ক: নাহিদ ইসলাম
সিনিয়র যুগ্ম আহবায়ক: সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব
সদস্য সচিব: আখতার হোসেন
সিনিয়র যুগ্ম সদস্য সচিব: তাসনিম জারা ও নাহিদা সারওয়ার নিবা
মুখ্য সংগঠক হাসনাত: আবদুল্লাহ (দক্ষিণাঞ্চল) ও সারজিস আলম (উত্তরাঞ্চল)
মুখ্য সমন্বয়ক: নাসির উদ্দীন পাটোয়ারী
যুগ্ম মুখ্য সমন্বয়ক: আব্দুল হান্নান মাসউদ

যুগ্ম-আহবায়ক
নুসরাত তাবাসসুম
মনিরা শারামিন
মাহবুব আলম
সারওয়ার তুষার
অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন
তুজরুবা জাবিন
সুলতান মুহাম্মদ জাকারিয়া
ড. আতিক মুজাহিদ
আশরাফ উদ্দিন মাহদি
অর্পিতা শ্যামা দেব
তানজিল মাহমুদ
অনিক রায়
খালেদা সাইফুল্লাহ
জাবেদ রাসিম
এহতেশাম হক এবং
হাসান আলী
যুগ্ম সদস্য সচিব
আব্দুল্লাহ আল আমিন
আারিফ সোহেল
রশিদুল ইসলাম রিফাত
মাহিন সরকার
মোহাম্মদ নিজাম উদ্দিন
আকরাম হোসাইন
এস এম সাইফ মুস্তাফিজ
সালেহ উদ্দিন সিফাত
(দফতরে সংযুক্ত)
আলাউদ্দিন মুহাম্মদ
ফরিদ উদ্দীন
মোহাম্মদ ফারহাদ আলম ভুইয়া
মোহাম্মদ মিরাজ মিয়া
লুৎফর রহমান
মোহাম্মদ মইনুল ইসলাম তুহিন
মুশফিকুর সালেহিন
ড. জাহিদুল ইসলাম
জহিরুল ইসলাম মুসা
হুমায়রা নুর
মুশফিকুর রহমান জুহান
মোল্লা মোহাম্মদ ফারুক এহসান
শাগুপ্তা বুশরা বিসমা
আহনাফ সাঈদ খান
আবু সাঈদ মাহাম্মদ সুজাউদ্দিন
মীর আরশাদুল হক
ফয়সাল মাহমুদ শান্ত
তারেক রেজা
মশিউর রহমান
জয়নাল আবেদিন শিশির
মোহাম্মদ মুনতাসির রহমান
গাজী সালাউদ্দিন তানভীর
তামিম আহমেদ এবং 
তাহসিন রিয়াজ
যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল)

মোহাম্মদ আতাউল্লাহ
ডাক্তার মাহমুদা মিতু
মোল্লা রহমতুল্লাহ
এম এম শাহরিয়ার
জোবায়ের আরিফ
যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল)
সাইফুল্লাহ হায়দার
আলী নাসের খান
সাকিব মাহদি
মেজর অবসরপ্রাপ্ত আব্দুল্লাহ আল মাহমুদ
সাদিয়া ফারজানা দিনা
অলিক মৃ
হানিফ খান সজিব

যুগ্ম মুখ্য সমন্বয়ক

অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম
(যুগ উইং)
ডাক্তার আব্দুল আহাদ
দিলশানা পারুল
আবু হানিফ
আব্দুজ জাহের
মাজহারুল ইসলাম ফকির
কৃষিবীদ গোলাম মোর্তজা সেলিম
আশিকিন আলম
ডাক্তার জাহিদুল বারি
কৈলাশ চন্দ রেবুদাস
ডেভিড রাজু
শেখ মো. শাহ মইন উদ্দিন
মারজুক আহমেদ
সাদ্দাম হোসনে

আপন দেশ/এমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়