Apan Desh | আপন দেশ

এনসিপির কোনো রাজনৈতিক দর্শন পাইনি: রিজভী

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৫:৩৭, ১ মার্চ ২০২৫

আপডেট: ১৬:২৮, ১ মার্চ ২০২৫

এনসিপির কোনো রাজনৈতিক দর্শন পাইনি: রিজভী

ছবি: আপন দেশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নামে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। আত্মপ্রকাশ অনুষ্ঠানে অনেক ভালো ভালো কথা বলেছে তারা। তবে দলটির কোনো স্পষ্ট রাজনৈতিক দর্শন খুঁজে পাইনি। এ মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শনিবার (০১ মার্চ) ‘গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানের ত্যাগ ও নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা ও ‘নন্দিত নেত্রী খালেদা জিয়া’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইন্সটিটিউটের (আইডিইবি) মুক্তিযোদ্ধা মিলনায়তনে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন (এনআরএফ) এ অনুষ্ঠানের আয়োজন করে।

বুদ্ধিজীবীদের সমালোচনা করে রিজভী বলেন, কিছু বুদ্ধিজীবী বলেন, বিএনপির জন্ম ক্ষমতায় থেকেই হয়েছে। কিন্তু তারা ভুলে গেছেন, রাজনীতিতে একটি নতুন ন্যারেটিভ তৈরি হচ্ছে। জিয়াউর রহমান ও এরশাদের মধ্যে পার্থক্য করতে হবে। জিয়াউর রহমান একটি নতুন রাজনৈতিক দর্শন উপহার দিয়েছেন।

তিনি আরও বলেন, নতুন যে দল গঠিত হয়েছে, আমি তাদের অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। তারা অনেক ভালো কথা বলেছেন, তবে রাষ্ট্র নিয়ে তাদের কোনো রাজনৈতিক দর্শন খুঁজে পাইনি।

রিজভী বলেন, শেখ মুজিবুর রহমান বাংলা জাতীয়তাবাদ তৈরি করেছিলেন। যা পশ্চিম পাকিস্তানের পাঞ্জাবিদের বিরুদ্ধে একটি ন্যারেটিভ তৈরি করে। স্বাধীনতার পর ভূখণ্ড পেলেও রাষ্ট্রের জন্য যে রাজনৈতিক দর্শন প্রয়োজন, তা দিয়েছিলেন জিয়াউর রহমান।

তিনি বলেন, জিয়াউর রহমান একদলীয় শাসনব্যবস্থা বাতিল করে বহুদলীয় গণতন্ত্রের পথে দেশকে এগিয়ে নেন। শেখ মুজিব বাকশাল তৈরি করে গণতন্ত্র হত্যা করেছিলেন। কিন্তু জিয়াউর রহমান সে অন্ধকার থেকে গণতন্ত্রের আলোর মশাল জ্বালান।

বিএনপির এ মুখপাত্র বলেন, আমরা আজকে যে গণমাধ্যমের স্বাধীনতা দেখি, সেটা বিএনপির অবদান। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা না হলে এতগুলা টেলিভিশন, পত্রিকা থাকতে পারত না।

আরও পড়ুন>>>নতুন রাজনৈতিক দলের ঘোষণাপত্রে যা রয়েছে

তিনি আরও বলেন, গণতন্ত্র রক্ষার জন্য বেগম খালেদা জিয়া লড়াই করেছেন। ২০০৬ থেকে ২০২৪ পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা জেল খেটেছেন, রিমান্ডে গেছেন, নির্যাতিত হয়েছেন। সালাহউদ্দিন আহমেদ দুই মাস অন্ধকার কুঠুরিতে ছিলেন। যেখানে দিন-রাত বোঝা যেত না। এ লড়াই চালিয়ে যাওয়ার প্রেরণা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর ও সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক ড. আনোয়ারুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, বিশিষ্ট রসায়ন বিজ্ঞানী প্রফেসর ড. তাজমেরী এস এ ইসলাম, ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বকুল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জামাল উদ্দিন রুনু, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহাদী আমিন, মানবাধিকার বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসিম, সহ-স্বেচ্ছাসেবক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব  কাদের গণি চৌধুরী প্রমুখ।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়