
সালাহউদ্দিন আহমেদ
যদি সৎ উদ্দেশ্য থাকে, তাহলে নির্বাচন দিয়ে দিন। মার্চের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। তা না হলে দেশের রাজনৈতিক দলগুলো বসে পরবর্তী সিদ্ধান্ত নেবে। এ হুশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহবান জানাই, চলতি মার্চ মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিন।
শনিবার (০১ মার্চ) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন, এনআরএফ আয়োজিত এক আলোচনা সভা ও একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
সালাহউদ্দিন আহমেদ বলেন, ৫ আগস্ট নির্ধারণ হয়ে গেছে দেশে আর মানুষ আওয়ামী লীগের রাজনীতি চায় না। সে দলটিকে এখনও বিচারের আওতায় আনা হয়নি। শুধু মুখেই বলছে অন্তর্বর্তী সরকার।
বিএনপির এ নেতা বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহবান জানাই, চলতি মার্চ মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিন। তা না হলে রাজনৈতিক দলগুলো বসে সিদ্ধান্ত নেবে।
আরওপড়ুন<<>>এনসিপির কোনো রাজনৈতিক দর্শন পাইনি: রিজভী
তিনি আরও বলেন, নির্বাচনের ব্যাপারে প্রধান উপদেষ্টা এখনও মিনমিনিয়ে কথা বলছেন বিদেশি গণমাধ্যমে। তবে দেশে প্রেস কনফারেন্সে এ নিয়ে কথা বলছেন না।
প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্যে করে বিএনপির এ নেতা বলেন, যদি সৎ উদ্দেশ্য থাকে, তাহলে নির্বাচন দিয়ে দিন।
সার্বভৌম স্বাধীন রাষ্ট্রে গণপরিষদ নির্বাচন নয় উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন, যারা গণপরিষদের বিষয় সামনে আনছে, দ্বিতীয় রিপাবলিকের কথা আনছে। হয় তারা বোঝে না, নয়তো জেনেশুনে গণতান্ত্রিক প্রক্রিয়াকে দীর্ঘায়িত করার ষড়যন্ত্র করছে।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।