
প্রতীকী ছবি
১২ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল জাতীয় পার্টি (জাফর)। শনিবার (০১ মার্চ) দলের নির্বাহী কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যানের রাজধানীর খিলগাঁও কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার।
সভা শেষে জাতীয় পার্টির (জাফর) মহাসচিব ও সাবেক এমপি আহসান হাবিব লিংকন বলেন, দীর্ঘদিন ধরে জোটের কতিপয় নামসর্বস্ব নেতার কার্যকলাপ নিয়ে জাতীয় পার্টি (জাফর) নেতাদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়। যার পরিপেক্ষিতে আজ নির্বাহী কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়।
আরওপড়ুন<<>>মার্চের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আল্টিমেটাম বিএনপির
তিনি আরও বলেন, সভায় সিদ্ধান্ত হয় আজ থেকে ১২ দলীয় জোট থেকে জাতীয় পার্টি (জাফর) বেরিয়ে এককভাবে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবে। একই সঙ্গে বিএনপির নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইকে বেগবান করার জন্য মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে জাতীয় পার্টি (জাফর) রাজপথে লড়াই অব্যাহত রাখবে।
আজ থেকে আমরা আনুষ্ঠানিকভাবে ১২ দলীয় জোটের সব কার্যক্রম থেকে অব্যাহতি নিলাম।
সভায় আরও উপস্থিত ছিলেন, আহসান হাবিব লিংকন, প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি নোয়াব আলী আব্বাস খান, সাবেক এমপি হোসনে আরা আহসান, সেলিম মাস্টার, ব্যারিস্টার মোস্তফা হায়দার জুবায়ের, মাওলানা রুহুল আমিন, শফিউদ্দিন ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান শরীফ মিয়া, যুগ্ম মহাসচিব এ এস এম শামীম, কাজী মো. নজরুল, সাংগঠনিক সম্পাদক মহসিন মিয়া প্রমুখ।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।