
ছবি: আপন দেশ
পবিত্র রমজান ঘিরে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
রোববার (০২ মার্চ) ছাত্রশিবিরের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কর্মসূচির কথা জানানো হয়।
কর্মসূচির মধ্যে রয়েছে, শাখাভিত্তিক স্বাগত শোভাযাত্রা, সংগঠনের সব স্তরে শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল, মাসব্যাপী ফ্রি অর্থসহ কোরআন উপহার দেয়া, প্রত্যেক জনশক্তি নিজে তেলাওয়াত সহীহ করবেন ও নতুন করে অন্তত একজন শিক্ষার্থীকে কোরআন শেখানো। এছাড়া মসজিদভিত্তিক মক্তব ও কোরআন তালিম কোর্স আয়োজন করবে সংগঠনটি।
আরওপড়ুন<<>>জাতীয় নাগরিক পার্টির আহবায়ক কমিটি অনুমোদন
একইসঙ্গে, অসচ্ছল, হতদরিদ্র পরিবার, এতিম, পথশিশু ও সুবিধাবঞ্চিতদের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ, শিক্ষার্থী, হোটেল মালিক ও ব্যবসায়ীদের প্রতি কেন্দ্রীয় সভাপতির আহবান পৌঁছানো, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে মাহে রমাদানের ক্যালেন্ডার ও রমাদান ম্যানুয়াল পৌঁছানোর কাজ করবে ছাত্রশিবির।
এছাড়া মাসব্যাপী ‘প্রোডাক্টিভ রমাদান’ শীর্ষক আলোচনাসভা, সেমিনার ও কালচারাল ইভেন্ট আয়োজন করতে বলা হয়েছে সংগঠনের নেতাকর্মীদের।
রমজানের পুরো মাসে বিভিন্ন শাখা তাদের সুভিধামতো সময়ে এ কর্মসূচি পালন করবে।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।