
আমীর খসরু মাহমুদ চৌধুরী
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন যত দেরিতে হবে, দেশ তত ক্ষতিগ্রস্ত হবে।
সোমবার (০৩ মার্চ) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে নির্বাচিত ‘কর আইনজীবী’ নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানানো শেষে এ কথা বলেন তিনি।
সকালে নবনির্বাচিত কর আইনজীবী নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
নির্বাচন ডিসেম্বরের মধ্যে সম্ভব কি না জানতে চাইলে আমীর খসরু বলেন, নির্বাচন জুন মাসের মধ্যে সম্ভব। নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পর্কে সন্দেহ কেউ প্রকাশ করছে না। এটা সরকারকে বলতে হবে। অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক ইচ্ছার উপর নির্ভর করছে কত দ্রুত জাতীয় নির্বাচন হবে।
এনসিপির সেকেন্ড রিপাবলিক চাওয়া নিয়ে কী ভাবছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ১৬ বছর ধরে আন্দোলন সংগ্রাম করেছি। দেশে যাতে একটি মুক্ত গণতান্ত্রিক রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়। যেখানে সবার সমান অধিকার থাকবে রাজনীতিতে অংশগ্রহণ করার, রাজনৈতিক দল গঠন করার, তাদের নিজস্ব মতামত, বক্তব্য, দর্শন, চিন্তা জনসম্মুখে তুলে ধরার জন্য।
আরওপড়ুন<<>>নির্বাচন দেরিতে হলে ষড়যন্ত্র বাড়বে: সালাহউদ্দিন আহমেদ
এ অধিকার সবার থাকবে। সুতরাং নতুন যে দলটি হয়েছে তারা তাদের কথা তুলে ধরেছে, অন্যান্য দলগুলোও তাদের কথা বলছে। এটাই স্বাভাবিক, এটাই গণতন্ত্র বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য।
তিনি বলেন, নবগঠিত রাজনৈতিক দলের যে কোনও ভাবনা বাস্তবায়ন করতে হলে, জনগণের মুখোমুখি হতে হবে। নির্বাচনের মাধ্যমে সংসদে যেতে হবে। যত তাড়াতাড়ি দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে তত মঙ্গল।
আমীর খসরু বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারবিহীন একেকটা দিন যাচ্ছে। এতে দ্রব্যমূল্যসহ বিভিন্ন সেক্টরের অস্থিতিশীলতা বাড়ছে। জনজীবন দুর্বিষহ হয়ে উঠছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খানসহ নবনির্বাচিত ‘কর আইনজীবী’ নেতারা।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।