Apan Desh | আপন দেশ

মির্জা ফখরুলের সুস্থতা কামনা করলেন জামায়াত আমীর

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ২০:৪৪, ৩ মার্চ ২০২৫

মির্জা ফখরুলের সুস্থতা কামনা করলেন জামায়াত আমীর

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ডা. শফিকুর রহমান।

হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সুস্থতা কামনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

সোমবার (০৩ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে মির্জা ফখরুলের সুস্থতা কামনা করেন তিনি।

পোস্টে জামায়াতের আমীর লেখেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আশু সুস্থতা কামনা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামীন তাকে সুস্থতার নিয়ামত দান করুন, আমিন।

এর আগে, গতকাল রোববার শারীরিক অসুস্থতাজনিত কারণে হাসপাতালে ভর্তি হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মির্জা ফখরুলের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো আছে।

আরও পড়ুন>>>মির্জা ফখরুল হাসপাতালে

শায়রুল কবির জানান, অমর একুশে বইমেলার শেষের দিকে একটি বইয়ের মোড়ক উন্মোচনের অনুষ্ঠানে গিয়েছিলেন বিএনপির মহাসচিব। মেলায় অনেক ধুলা-ময়লার কারণে তিনি অসুস্থ বোধ করেন। পরে হাসপাতালে ভর্তি হন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়