
ইফতার পূববর্তী বৈঠকে ১২ দলীয় জোটের নেতারা
আগামী নির্বাচনকে সামনে রেখে দেশে এবং বিদেশে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে ১২ দলীয় জোটের সব দল একমত হয়েছে বলে জানিয়েছেন জোটের নেতারা। দেশের যেকোনো প্রয়োজনে ১২ দলীয় জোট প্রতিজ্ঞাতাবদ্ধ বলেও জানান তারা।
সোমবার (০৩ মার্চ) বিকেলে রাজধানীর খিলগাঁওস্থ জাপার কার্যালয়ে ইফতার পূর্ববর্তী এক সভায় নেতারা এসব কথা বলেন। ১২ দলীয় জোট প্রধান মোস্তফা জামাল হায়দারের আমন্ত্রণে জোটের শীর্ষ নেতারা জাতীয় পার্টি (জাফর) কার্যালয়ে ইফতারে অংশ নেন।
জোট নেতারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, দেশ ও দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় ১২ দলীয় জোটের সব দল একত্রে কাজ করবে।
আরওপড়ুন<<>>‘নির্বাচন যত দেরি হবে, দেশ তত ক্ষতিগ্রস্ত হবে’
আজকের সভায় নিজেদের মধ্যে অতীত ভুল ত্রুটি কাটিয়ে ১২ দলীয় জোটকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়। পাশাপাশি অন্তবর্তীকালীন সরকারকে দ্রুত জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানান তারা।
১২ দলীয় জোট প্রধান এবং জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার সভায় সভাপতিত্ব করেন। এতে অংশ নেন জোটের মুখপাত্র এবং বাংলাদেশ এলডিপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন সেলিম, জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিংকন, প্রেসিডিয়াম সদস্য নওয়াব আলী আব্বাস খান, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহসভাপতি রাশেদ প্রধান, লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্যজোট মহাসচিব মাওলানা আব্দুল করিম, নয়া গণতান্ত্রিক পার্টি সভাপতি মাস্টার এম এ মান্নান, জমিয়ত উলামা ইসলামী বাংলাদেশের সাংঠনিক সম্পাদক মুফতি জাকির হোসেন, বাংলাদেশ এলডিপি মহাসচিব তমিজউদ্দিন টিটু, লেবার পার্টির মহাসচিব মো আমিনুল ইসলাম প্রমুখ।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।