Apan Desh | আপন দেশ

হিযবুত তাহরীরের মিছিলে পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৯, ৭ মার্চ ২০২৫

আপডেট: ১৫:০৭, ৭ মার্চ ২০২৫

হিযবুত তাহরীরের মিছিলে পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ছবি : আপন দেশ

নিষেধাজ্ঞা উপেক্ষা করেই রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় ‘মার্চ ফর খিলাফাহ’ কর্মসূচি পালনের চেষ্টা করেছে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর। শুক্রবার (৭ মার্চ) জুমার নামাজের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়ায় সংগঠনটি। 

এদিন রজমানের প্রথম জুমার নামাজের পরপরই বায়তুল মোকাররমের মসজিদের উত্তর গেট থেকে ‘মার্চ ফর খিলাফাহ’ কর্মসূচি শুরু করে হিযবুত তাহরীর। কিছুটা সামনে এগোতেই পুলিশের বাধার মুখে পড়েন তারা। এরপর শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। একপর্যায়ে পুলিশ টিয়ারগ্যাস ছুড়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করা চেষ্টা করে। এরপর আবার সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। 

পরিস্থিত নিয়ন্ত্রণহীন হয়ে গেলে সেখানে যোগ দেয় সেনাবাহিনী। ধাওয়া পাল্টা ধাওয়ায় বায়তুল মোকাররমের মসজিদের উত্তর গেট ও পল্টন এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বেশ কয়েকজন আহত হওয়ার ও খবর পাওয়া গেছে।

আরও পড়ুন<<>>হিযবুত তাহরীরের কর্মসূচি ঘিরে বায়তুল মোকাররমে কড়া নিরাপত্তা

দুপুর সোয়া ২টায় এ প্রতিবেদন লেখার সময় পল্টন এলাকায় মুখোমুখি অবস্থানে আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও হিযবুত তাহরীরের সমর্থকরা। পুলিশের সঙ্গে যোগ দিয়েছে সেনা সদস্যরা।

এর আগে সকাল থেকে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের ‘মার্চ ফর খিলাফাহ’ কর্মসূচি ঘিরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় সতর্ক অবস্থানে ছিল পুলিশ। নামাজ পড়ার উদ্দেশ্যে যারা ভেতরে প্রবেশ করছেন তাদের অনেকের শরীর ও ব্যাগ তল্লাশি করে।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে গোপনে সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে আসা সংগঠন হিযবুত তাহরীর গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন থেকে অনেকটা প্রকাশ্যে কার্যক্রম চালাচ্ছে। নানা দাবিতে মিছিলের পাশাপাশি ঢাকায় গোলটেবিল বৈঠকও করেছে সংগঠনটি। চট্টগ্রামেও পালন করেছে নানা কর্মসূচি।

হিযবুত তাহরীরের পূর্বঘোষিত কর্মসূচি থাকায় শুক্রবার সকাল থেকেই পল্টন মোড় থেকে বায়তুল মোকাররমের চতুর্দিকের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পুলিশ ছাড়াও কয়েকটি জায়গায় সেনাবাহিনীর সদস্যদেরকেও অবস্থান দিতে দেখা যায়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়