Apan Desh | আপন দেশ

নির্বাচন কমিশন চাইলে জুনের মধ্যেই নির্বাচন সম্ভব: রিজভী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০৩, ৭ মার্চ ২০২৫

আপডেট: ১৭:০৮, ৭ মার্চ ২০২৫

নির্বাচন কমিশন চাইলে জুনের মধ্যেই নির্বাচন সম্ভব: রিজভী

ছবি : আপন দেশ

নির্বাচন কমিশন চাইলে জুনের মধ্যেই জাতীয় নির্বাচন সম্ভব বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর ভুবন মোহন পার্কে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে রাজশাহীতে আহত ও চাঁপাইনবাবগঞ্জের শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও দোয়া উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রিজভী বলেন, নির্বাচনের জন্য গড়িমসি কেন? নির্বাচনের জন্য ডিসেম্বর পর্যন্ত সময় লাগবে কেন? শুধুমাত্র ইসি সঠিকভাবে কাজ করলে জুনের মধ্যেই নির্বাচন সম্ভব আমাদের তো সংবিধান আছে, সংশোধনের উপায় আছে? তাহলে গণপরিষদের কথা আসছে কেন? এ কথাগুলো জনগণের মধ্যে ধোঁয়াশা তৈরি করছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আমাদের চূড়ান্ত গণতন্ত্র এখনও ফিরে আসেনি। ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে কোনো মানুষের মুক্তি মিলবে না। আজকে সংস্কারের কথা যারা বলছেন, এ জিনিসটি সংস্কার করতে কতদিন সময় লাগে? পুলিশ আচরণ করবে আইন অনুযায়ী। পুলিশ কোনো ক্ষমতাশালী লোকের কথা শুনবে না। গুম, হত্যা, বেআইনি কাজ হোক আইন অনুযায়ী তাকে গ্রেফতার করবে।

তিনি বলেন, সংস্কার করতে কতদিন সময় লাগে? আর বিভিন্ন কমিশন যে করা হয়েছে, সে কমিশন রিপোর্ট দিয়েছে। এটা মার্চ মাস। নির্বাচনের জন্য গড়িমসি কেনো? আবার শুনি কেউ কেউ বলছেন- এটাও পিছিয়ে দিতে হবে। এ সময়ে নির্বাচন করা কঠিন। নির্বাচন তো করবে নির্বাচন কমিশন। তাকে সহায়তা দেবে সরকার।

রিজভী বলেন, অন্তবর্তীকালীন সরকারকে আমরা তত্ত্বাবধায়ক সরকার মনে করি। ইউনূস সাহেবের নেতৃত্বে এ সরকার। আমরা মনে করি তারা ন্যায়সংগত আচরণ করবে জনগণের সঙ্গে, রাজনৈতিক দলের সঙ্গে। কারণ ড. ইউনূস সাহেব দেশের একজন অন্যমত স্বনামখ্যাত একজন সন্তান। তিনি নিজেই আন্তর্জাতিক সম্মান নিয়ে এসেছেন। তার থেকে আমরা বেআইনি আচরণ পাব না। কিন্তু তারপরেও দেখি সরকারের ঘনিষ্ঠ কেউ কেউ বলছেন- ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা কঠিন। কেনো কঠিন হবে? ইতোমধ্যে তো প্রায় ছয় থেকে সাত মাস চলে গেল। এখনও ৯-১০ মাসের মতো বাকি আছে। নির্বাচন করতে এতো সময় লাগবে কেনো?

তিনি বলেন, এ নির্বাচন তো শেখ হাসিনা ১৫ বছর আটকে দিয়েছিলেন। ভোটাররা ভোট কেন্দ্রে যাওয়ার আগেই তাদের ভোট দেয়া হয়ে গেছে। দিনের ভোট রাতে হয়েছে। রাতের ব্যালট বাক্সগুলো পরিপূর্ণ করা হয়েছে। আমাদের নির্বাচনী ব্যবস্থা, নির্বাচনী প্রতিষ্ঠান, গণতান্ত্রিক প্রতিষ্ঠান সবগুলো পা দিয়ে দুমড়ে-মুচড়ে শেষ করে দিয়েছেন শেখ হাসিনা। আমাদের সেখান থেকে ফিরে আসতে হলে এ প্রতিষ্ঠানগুলোকে সজীব করতে হবে, প্রাণবন্ত করতে হবে।

রিজভী আরও বলেন, ভারত বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র বানিয়েছিল। আর এখন ভারত শেখ হাসিনার দোসরদের বাগানবাড়িতে পরিণত হয়েছে। শেখ হাসিনার দোসররা ভারতে আশ্রয় পেয়েছে।

রিজভী অভিযোগ করে বলেন, ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ নিয়ে আলোচনা করছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ নিয়ে ভারতকে আলোচনা করার অধিকার কে দিয়েছে? শেখ হাসিনার লক্ষ্য ছিল বিএনপিকে ধ্বংস করা। শেখ হাসিনা তার ব্যক্তিগত আক্রোশের প্রতিফলন ঘটাতেন আদালতের মাধ্যমে।

আমরা বিএনপি পরিবার এর এ আয়োজনে কেন্দ্রীয় বিএনপি, রাজশাহী মহানগর ও জেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন। এ আয়োজন থেকে শহীদ পরিবারদের এক লাখ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে অনুদান দেয়া হয়।

অনুষ্ঠানে আমরা বিএনপি পরিবারের আহবায়ক আতিকুর রহমান রুম্মানের সভাপতিত্বে ও মহানগর বিএনপির সদস্য সচিব মামুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে 'আমরা বিএনপি পরিবার' এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি এ্যাডভোকেট এরশাদ আলী এশা, নগর যুবদলের আহবায়ক মাহফুজুর রহমান রিটন ও সদস্য সচিব রবিউল ইসলাম রবিসহ শতাধিক নেতাকর্মী এবং অনুদান গ্রহণে আসা আহত আন্দোলনের যোদ্ধা ও তাদের স্বজনরা।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়