
সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ছবি: সংগৃহীত
দেশের যেকোনো স্থানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলেই ছাত্রদলের নাম জড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
শুক্রবার (০৭ মার্চ) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
ছাত্রদল সভাপতি বলেন, পূর্বের রেষারেষির জের ধরেই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সারজিস আলমের ওপর হামলার ঘটনা ঘটেছে। বিষয়টিকে রাজনৈতিক রূপ দেয়ার জন্য তিনি (সারজিস) ছাত্রদলকে দায়ী করে পোস্ট দিয়েছে। তার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত।
ছাত্রদলের নাম জড়ানো একটি দুরভিসন্ধিমূলক ও অত্যন্ত উদ্বেগজনক। ছাত্রদলকে নিয়ে সারজিস আলম যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাহারের দাবি জানান তিনি
রাকিব বলেন, আমরা লক্ষ্য করছি- দেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলেই সঙ্গে সঙ্গে ছাত্রদলের নাম জড়িয়ে সংবাদ পরিবেশন করা হচ্ছে। ছাত্রদলকে দোষারোপ করা হচ্ছে। অথবা বিভিন্ন মহল থেকে সেখানে ছাত্রদলের নাম ব্যবহার করা হচ্ছে।
আরপড়ুন<<>>নির্বাচনের জন্য আমরা মানসিকভাবে প্রস্তুত: নাহিদ ইসলাম
তিনি আরও বলেন, সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহসহ কয়েকজন ছোট-খাট ঘটনাতে উদ্দেশ্যপ্রণোধিতভাবে ছাত্রদলের নাম জড়ায়। এ সময় জাতীয় নাগরিক পার্টিতে ছাত্রলীগের পুনর্বাসন হচ্ছে বলেও মন্তব্য করেন ছাত্রদল সভাপতি।
এ সময় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, বিক্ষুব্ধ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই সারজিসদের ওপর হামলা করেছে। জাতীয় নাগরিক পার্টি একক ইজারাদার হিসেবে গণঅভ্যুত্থানের মালিকানা ছিনতাই করেছে।
দলটিতে কোনো নতুনত্ব নেই। দলটি অনেক কিছু বিএনপি থেকে কপি করেছে বলেও মন্তব্য করেন তিনি।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।