
ছবি সংগৃহীত
মাগুরার নির্যাতিত সেই শিশুর মায়ের সঙ্গে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আলাপকালে ওই শিশুর চিকিৎসাসহ পরিবারের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
শনিবার (০৮ মার্চ) সে শিশুটির মায়ের সঙ্গে কথা বলারকালে ঢাকা দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নকে এ সংক্রান্ত সার্বিক দায়িত্ব পালনের নির্দেশ দেন বিএনপি প্রধান।
যুবনেতা নয়ন সাংবাদিকদের বলেন, শিশুটির চিকিৎসার সবধরণের দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। তার পরিবারের দায়িত্বও নিয়েছেন তিনি। দরিদ্র শিশুটির পরিবার যেন কোনো অসহায়ত্ব বোধ না করেন, সেদিকে তিনি আমাদের খেয়াল রাখতে বলেছেন। বর্বরতার সঙ্গে জড়িত দোষীরা যেন কোনোভাবেই ছাড় না পায় সেদিকে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন।
মাগুরা থানার ওসি আইয়ুব আলী জানিয়েছেন, এ ঘটনায় এখনও মামলা দায়ের হয়নি। তবে প্রক্রিয়া চলছে।
এদিকে শিশু নির্যাতনের ঘটনায় দুইজন পুলিশ হেফাজতে আটক রয়েছে। তাদের শনিবার সকালে বড় বোনের শ্বশুর, স্বামীর পর তার ভাশুর ও শাশুড়িকেও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে বলে জানা গেছে।
এর আগে ঢামেক সূত্র জানিয়েছে, শিশুটির চিকিৎসায় চার সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। পাশাপাশি তার চিকিৎসার সব ব্যয় বহন করবে ঢামেক।
আরও পড়ুন<<>> মাগুরায় বোনের বাড়ি ধর্ষণের শিকার শিশুকে নেয়া হলো সিএমএইচে
ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছেন, ধর্ষণের শিকার শিশুটির শারীরিক অবস্থা খুবই খারাপ। তার জিসিএসের মাত্রা চারে নেমে এসেছে। শারীরিক অবস্থা অতি সংকটাপন্ন, এখনও জ্ঞান ফেরেনি।
তিনি জানান, হত্যার চেষ্টার সময় শিশুটি গলাতে যে আঘাত পেয়েছে সেটার জন্য নিশ্বাস নিতে সমস্যা হচ্ছে। শরীরে জ্বর আছে। নিউমোনিয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে শিশুটির মামা জানিয়েছেন, শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। এখনও সেখানেই আছে। তবে অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার (০৬ মার্চ) মাগুরা সদরের নান্দুয়ালী মাঠপাড়ায় বোনের শ্বশুরের ধর্ষণের শিকার হয় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী শিশুটি। নির্যাতনের পর তাকে উদ্ধার করে প্রথম জেলা সদর হাসপাতালে নেয়া হয়। এরপর সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢামেকে ভর্তি করা হয়।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।