
ছবি: আপন দেশ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুই মাস ৭ দিন বয়সী এক ছেলে শিশু চুরির ঘটনা ঘটেছে।
শনিবার (০৮ মার্চ) দুপুর ১২টার দিকে হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে। এদিকে, ঘটনার ৭ ঘন্টা পেরিয়ে গেলেও চুরি হওয়া শিশুকে উদ্ধার করতে পারেনি পুলিশ।
চুরি হওয়া নবজাতকের মায়ের নাম জান্নাতুল ফেরদৌস (১৯)। তিনি উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের লিটন মিয়ার মেয়ে।
পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, জান্নাতুল ফেরদৌস তার মা তাজনাহার বেগমের সঙ্গে শিশুসন্তানকে নিয়ে ডাক্তার দেখাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। তাজনাহার বেগম চক্ষু বিভাগে ডাক্তার দেখাতে গেলে ওই গৃহবধূ টিকিট কাটার জন্য ছেলেকে নিয়ে সিরিয়ালে দাঁড়ায়। এ সময় বোরকা পরিহিত এক অপরিচিত নারী (যার সঙ্গে ৬/৭ বছরের একটি মেয়ে আছে) জান্নাতুল ফেরদৌসের কাছ থেকে বাচ্চাটি কোলে নিয়ে তাকে টিকিট কাটার জন্য বলেন।
আরওপড়ুন<<>>নোয়াখালীতে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কার্যকরের দাবি
গৃহবধূও সরল মনে তার বাচ্চাকে ওই নারীর কোলে দিয়ে টিকিট কাটার জন্য সিরিয়ালে দাঁড়ায়। টিকিট কাটা শেষে তিনি ওই নারীসহ তার সন্তানকে না দেখে আশপাশে খোঁজাখুঁজি করেন জান্নাতুল ফেরদৌস। না পেয়ে পরে পুলিশকে অবগত করে।
বেগমগঞ্জ থানার ওসি লিটন দেওয়ান বলেন, চুরি হওয়া শিশুর এখনও খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নেয়া হয়েছে। পুলিশ চুরি হওয়া বাচ্চা উদ্ধারে চেষ্টা চালাচ্ছে।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।