Apan Desh | আপন দেশ

‘শিশু ধর্ষণের ঘটনা মানবাধিকারের ওপর ছুরিকাঘাত’

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৪:২৩, ৯ মার্চ ২০২৫

‘শিশু ধর্ষণের ঘটনা মানবাধিকারের ওপর ছুরিকাঘাত’

ছবি: আপন দেশ

মাগুরার শিশু ধর্ষণের ঘটনায় মানবাধিকারের ওপর ছুরিকাঘাত করা হয়েছে। এ মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

রোববার (০৯ মার্চ) জাতীয় প্রেসক্লাবে আদর্শ শিক্ষক ফেডারেশন আয়োজিত শিক্ষক প্রতিনিধি সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, জামায়াত রাষ্ট্র ক্ষমতায় গেলে সবার আগে শিক্ষা ব্যবস্থার সংস্কার করা হবে। নৈতিক শিক্ষাকে বিকশিত করার উদ্যোগ নিবে জামায়াত। সরকারি খরচে চলা অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া হয় না। সরকারি প্রতিষ্ঠানের অধিকাংশ শিক্ষক বসে বসে বেতন নেন।

বর্তমানে সমাজের চাকা সৎপথে চলছে না উল্লেখ করে শিক্ষকতা পেশাকে নেশা হিসেবে গ্রহণ করার তাগিদ দেন তিনি।

আরও পড়ুন>>>নোয়াখালীতে হাসপাতাল থেকে শিশু চুরি

ডা. শফিকুর রহমান বলেন, যে শিক্ষা নৈতিক শিক্ষা, আমরা সেটিকে সমর্থন করব। ৯১ শতাংশ মুসলমানের দেশে শিক্ষা হতে হবে ইসলামী চেতনার শিক্ষা। এটি ছাড়া সমাজ ভালোভাবে চলবে না সেটি প্রমাণিত। তাই বলতে চাই ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের মাধ্যমে সুন্দর শিক্ষা ব্যবস্থা গড়ার জন্য এগিয়ে যেতে চাই।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়