Apan Desh | আপন দেশ

যারা মুক্তিযুদ্ধ মানে না এ দেশে তাদের নির্বাচনের অধিকার নেই: বুলু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩০, ১১ মার্চ ২০২৫

আপডেট: ১৫:৩৭, ১১ মার্চ ২০২৫

যারা মুক্তিযুদ্ধ মানে না এ দেশে তাদের নির্বাচনের অধিকার নেই: বুলু

বরকতউল্লাহ বুলু

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু বলেছেন, যারা ৭১ সালের মুক্তিযুদ্ধ মানে না, তাদের এ দেশে নির্বাচন করার কোনো অধিকার নেই। গুপ্ত সংগঠন আখ্যা দিয়ে তিনি বলেন, জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানও এক সময় ছাত্রলীগ করতেন। 

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে রাজধানীতে এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সাবেক মন্ত্রী মশিউর রহমান যাদু মিয়ার  ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় যোগ দেন বরকতউল্লাহ বুলু। 

বিএনপির এ ভাইস চেয়ারম্যান বলেন, যারা ৭১ মানে না, যারা মহান মুক্তিযুদ্ধ মানে না, তাদের এ দেশে ভোট চাওয়ার অধিকার নেই। তাদের নির্বাচন করার অধিকার নেই।

আরও পড়ুন<<>> ঐকমত্য থাকুন, আমরাই নির্বাচনের ব্যবস্থা করে দেব: নাহিদ ইসলাম

সরকারের দৃষ্টি আকর্ষণ করে সাবেক এমপি বুলু বলেন, দ্রুত নির্বাচন না দিলে ফ্যাসিস্টরা মাথাচাড়া দিয়ে উঠবে। আর এতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে অন্তর্বর্তী সরকার দায়ী থাকবে। এক এগারোর পর আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার কায়েম করেছিল।

সাবেক মন্ত্রী মশিউর রহমান যাদু মিয়াকে স্মরণ করে তিনি বলেন, একজন সতিকারের দেশপ্রেমিক রাজনীতিবিদ যাদু মিয়া। বার বার দেশের গণতন্ত্রের সংকটে এমন রাজনীতিবিদ প্রয়োজন।

এ সময় সবাইকে সঙ্গে নিয়ে জাতীয় সরকার গঠন করার আহবান জানান বরকতউল্লাহ বুলু। ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেয়া হবে এ প্রত্যাশার কথা জানান বিএনপির এ নেতা।

তিনি বলেন, অতি শিগগিরই দেশে একটি রোডম্যাপ দেবেন। উপদেষ্টারা পদত্যাগ করে সরকারের সবকিছু ব্যবহার করে টাকা খরচ করে কীভাবে দল গঠন করেছে?

বরকতউল্লাহ বুলু গুপ্ত সংগঠন নিয়েও কথা বলেন। জামায়াতে ইসলামীর আমীর একসময় ছাত্রলীগের রাজনীতি করেছেন মন্তব্য করে তিনি বলেন, একাত্তর দেশের মূল স্তম্ভ যারা মানে না তাদের ভোট চাওয়ার যোগ্যতা নেই। 

সভায় বিএনপির আরেক ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় যাদু মিয়ার অবদান রয়েছে। তারেক রহমানের নেতৃত্বে আগামীতে দেশের গণতন্ত্র ফিরে আসবে। তাই সে পথেই গিয়ে দেশকে বাঁচাতে হলে আমাদের কাজ করতে হবে। বিএনপি নির্বাচনমুখী দল, তাই নির্বাচনী রোডম্যাপ দেয়ার আহবান জানাই।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়