Apan Desh | আপন দেশ

‘সমালোচনা করতে গিয়ে জনদাবি থেকে সরা যাবে না’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৮, ১১ মার্চ ২০২৫

আপডেট: ২১:৩০, ১১ মার্চ ২০২৫

‘সমালোচনা করতে গিয়ে জনদাবি থেকে সরা যাবে না’

ফাইল ছবি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সমালোচনা করতে গিয়ে জনগণের দাবি থেকে সরা যাবে না। এমনটা ঘটলে দেশের সব সম্ভাবনা বিনষ্ট হয়ে যেতে পারে। এখানে যেসব দল এসছে, সব দলের আদর্শ এক হবে না। তবে মূল বিষয়টি এক জায়গায়।

মঙ্গলবার (১১ মার্চ) জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) আয়োজিত ইফতার অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, দেশ ও জনগণের সেবা রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত। জনগণের নিত্যদিনের অধিকার নিশ্চিত করাকেই মুখ্য কাজ হিসেবে বিবেচনা করতে হবে।

আরওপড়ুন<<>>যারা মুক্তিযুদ্ধ মানে না এ দেশে তাদের নির্বাচনের অধিকার নেই: বুলু 

তিনি বলেন,সংস্কারের প্রয়োজন রয়েছে। বিএনপি দায়িত্ব পেলে জনগণের চাহিদা অনুযায়ী তা বাস্তবায়ন করবে। এ সময় নির্বাচন ও সংস্কারের পাশাপাশি স্বাস্থ্য, বাজার ব্যবস্থা এবং নিত্যপণ্যের দাম নিয়ে ডিবেট হওয়া উচিত বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

এ সময় বাজার ব্যবস্থাপনা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, চিকিৎসা সেবার উন্নতি সাধনসহ দেশের মানুষের কল্যাণে রাজনৈতিক দলগুলোর বক্তব্য পরিষ্কার হওয়া বলেও মন্তব্য করেন তিনি।

তারেক রহমান বলেন, অনেকেই যখন সংস্কারের কথা বলেনি, বিএনপি তখন সংস্কারের প্রস্তাবনা উত্থাপন করেছে। তবে, শুধু সংবিধান কিংবা ক্ষমতার ভারসম্য নয় জনগণের জন্য নানামুখী প্রস্তাবনা দলটির পক্ষ থেকে দেয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
 
আপন দেশ/এমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়