Apan Desh | আপন দেশ

মাগুরার সেই শিশুর মৃত্যুতে বিএনপি মহাসচিব-জামায়াত আমীরের শোক

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৬:১১, ১৩ মার্চ ২০২৫

আপডেট: ১৬:১১, ১৩ মার্চ ২০২৫

মাগুরার সেই শিশুর মৃত্যুতে বিএনপি মহাসচিব-জামায়াত আমীরের শোক

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ডা. শফিকুর রহমান।

মাগুরায় ধর্ষণের শিকার আট বছরের শিশুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে শিশুটির মৃত্যুর খবর প্রকাশের পর বিএনপি মহাসচিব এক শোক বিবৃতিতে বলেন, মাগুরার কয়েকজন নরপশুর নিষ্ঠুরতার শিকার হয়েছে একটি নিষ্পাপ শিশু। হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে বিদায় নিয়েছে সে। যা আমাদের লজ্জিত ও ব্যথিত করেছে। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

তিনি আরও বলেন, এ নৃশংস ঘটনার সঙ্গে জড়িত নরপশুদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। যাতে ভবিষ্যতে কেউ এমন জঘন্য অপরাধ করার সাহস না পায়।

আরও পড়ুন>>>মাগুরায় শিশু ধর্ষণের বিচার ৭ দিনের মধ্যে শুরু: আইন উপদেষ্টা

একই সঙ্গে শিশুটির মৃত্যুর পর জামায়াত আমীর ডা. শফিকুর রহমান ফেসবুকে এক পোস্টে শোক প্রকাশ করে বলেন, মাগুরায় ধর্ষণের শিকার শিশুকে আল্লাহ তাকে জান্নাতে বিশেষ ব্যবস্থা করে স্থান দিন। একইসঙ্গে তিনি অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

তিনি বলেন, মানুষ নামের যে পশুরা শিশুটির জীবন কেড়ে নিয়েছে, তাদের কঠিনতম ও সর্বোচ্চ শাস্তি দাবি করছি। সর্বোচ্চ ৯০ দিনের মধ্যেতাদের শাস্তি কার্যকর করতে হবে।

তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, এ নিষ্ঠুর ঘটনার শোক সহ্য করার জন্য মহান আল্লাহ যেন তাদের ধৈর্য দান করেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়