
ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল
বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, বিএনপি রাজপথের দল। রাজপথেই যার জন্ম। আমাদের শিকড় এদেশের মাটির গভীরে। আমাদের বিরুদ্ধে কী মিডিয়া ক্যু করবেন? আমাদের বিরুদ্ধে ৫ জন মিলে ক্যু করবেন? কিন্তু আমরা একশজন নিয়ে দাঁড়াবো।
তিনি বলেন, মিডিয়া ক্যু তো তাদের বিরুদ্ধেই হয়, যাদের মিডিয়া তৈরি করে। কিন্তু বিএনপি মিডিয়ার তৈরি নয়।
শুক্রবার (১৪ মার্চ) রাজধানীর পল্লবীতে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দলের যুগ্ম মহাসচিব। পারিবারিকভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি ইয়াছিন আলী।
তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র হচ্ছে। আমরা জনগণের সঙ্গে থাকি, বিদেশের দালালি করি না। এটা নাকি আমাদের অপরাধ। আজকে কেউ কেউ বলছে, বিএনপির বিরুদ্ধে মিডিয়া ক্যু’র ষড়যন্ত্র চলছে। আর সেটি নাকি খুব সন্নিকটে। পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে নানা সংবাদ তুলে ধরা হচ্ছে। ছোট ছোট খবরগুলো বড় আকারে তুলে ধরা হচ্ছে।
মিডিয়ার ভাই-বোনদের উদ্দেশ্যে হাবিব উন নবী সোহেল বলেন, আপনারা আমাদের পক্ষে দাঁড়াবেন। আপনারা দেখেছেন, গত ১৫ বছরে আমাদের ওপর কী হয়েছে? আবারও লড়াই হবে। প্রয়োজনে রাজপথের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও লড়াই হবে।
আরওপড়ুন<<>>প্রশাসনের ঢিলেঢালা আচরণে দুষ্কৃতকারীরা আশকারা পাচ্ছে: রিজভী
আমাদের বিরুদ্ধে একটি পোস্ট করলে ১০টি পাল্টা পোস্ট করা হবে জানিয়ে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, সবাই সেদিকেও খেয়াল রাখবেন। আমরা তো কারও দালাল নই।
এ সময় আরও বক্তব্য দেন বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আসিফের বাবা আব্দুর রাজ্জাক ও নিহত মকবুলের সহধর্মিণী এবং আহতদের পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের সদস্য সচিব অ্যাডভোকেট আবুল হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক, স্বেচ্ছসেবক দলের সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, সহ সভাপতি নুরুজ্জামান সরদার, ডি জেড বিন হাসান বিন সোহাগ, দফতর সম্পাদক কাজী আব্দুল আল মামুন, ঢাকা উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ ফরিদসহ রাজনৈতিক, ব্যবসায়ী, পেশাজীবী, শিক্ষক, পরিবারবর্গ ও পল্লবী এলাকার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিরা।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।