
মির্জা ফখরুল ইসলাম, মিয়া গোলাম পরওয়ার ও নাহিদ ইসলাম।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে গোলটেবিল বৈঠক করেছেন। শনিবার (১৫ মার্চ) দুপুর ২টায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এ বৈঠক শুরু হয়। চলে বিকেল ৩টা পর্যন্ত।
বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংস্কার অবশ্যই প্রয়োজন। তবে দ্রুত শেষ করে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। বাকি বিষয় সংসদে সমাধান হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, জাতিসংঘ মহাসচিব বাংলাদেশে শক্তিশালী গণতান্ত্রিক সরকার আসবে বলে আশাবাদী।
জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, সংস্কার, সুষ্ঠু নির্বাচন, টেকসই গণতন্ত্র ও জাতীয় ঐক্য নিয়ে আলোচনা করেছি। জাতিসংঘ মহাসচিব সুষ্ঠু নির্বাচন নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেন, সংস্কারের ধারাবাহিকতা বজায় রেখে বর্তমান সরকারের সময়েই মূল ভিত্তি তৈরির কথা বলেছি। গণ-পরিষদের মাধ্যমে সংবিধান সংস্কারের প্রতি জোর দিয়েছি।
আরও পড়ুন>>>‘নির্বাচন কেন্দ্রিক সংস্কার দ্রুত করে বাকিগুলো সংসদে করতে হবে’
বৈঠকে আরও উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ তাহের, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি, সিপিবির রুহিন হোসেন প্রিন্স, এবি পার্টির আসাদুজ্জামান ফুয়াদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।