Apan Desh | আপন দেশ

বিএনপির পতন তখন থেকেই শুরু হয়: ফরহাদ মজহার

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৫, ১৫ মার্চ ২০২৫

বিএনপির পতন তখন থেকেই শুরু হয়: ফরহাদ মজহার

ছবি সংগৃহীত

বিশিষ্ট কবি, দার্শনিক ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেন, আমাদের কথা শোনা যখন থেকে বন্ধ করে দিয়েছে তখন থেকে বিএনপির পতন শুরু হয়েছে। শনিবার (১৫ মার্চ) দুপুরে যশোর শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আয়োজনে ‘জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশে তরুণদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কথা উল্লেখ করে বলেন, এ গণঅভ্যুত্থান কখনও সফল হত না যদি খালেদা জিয়া আপোষহীনভাবে আগের সরকারের বিরুদ্ধে না থাকতো। তিনি আরও বলেন, যারা এখনও ইতিহাস থেকে শিক্ষা নেয়নি, আজ হোক কাল হোক তারা হারিয়ে যাবে।

বাহাত্তরের সংবিধান নিয়ে বলেন, এটি জনগণের সংবিধান ছিল না, এটি করা হয়েছিল দিল্লির হাতে বাংলাদেশকে তুলে দেয়ার জন্য।

আরও পড়ুন<<>> আ. লীগ এ দেশে রাজনীতি করার অধিকার রাখে না: জামায়াত আমীর

বর্তমান সরকারকে নির্বাচিত সরকার দাবি করে ফরহাদ মজহার বলেন, ড. ইউনূসকে গণঅভ্যুত্থানের মাধ্যমে বসানো হয়েছে। সেইসঙ্গে এ সরকার রক্ত দিয়ে নির্বাচিত বলেও উল্লেখ করেন।

সভার সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার আহবায়ক রাশেদ খান। আলোচনা সভায় বক্তব্য দেন, লেখক ও গবেষক বেনজীন খান, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য খালেদ সাইফুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়