Apan Desh | আপন দেশ

খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:১৬, ১৬ মার্চ ২০২৫

আপডেট: ১৫:০০, ১৬ মার্চ ২০২৫

খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুবার্ষিকী আজ

বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন

বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৪তম মৃত্যুবার্ষিকী রোববার (১৬ মার্চ)। দিবসটি উপলক্ষে এদিন দল ও পরিবারের পক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মানিকগঞ্জের ঘিওর উপজেলার পাচুরিয়া গ্রামে তার কবরে শ্রদ্ধা নিবেদন এবং মিলাদ ও দোয়া আয়োজন করা হয়েছে। 

এ ছাড়া মঙ্গলবার (১৮ মার্চ) বিকাল ২টায় জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলায় আব্দুস সালাম অডিটোরিয়ামে দোয়া মাহফিল ও স্মরণসভার আয়োজন করা হয়েছে। দৈনিক যুগান্তর সম্পাদক ও বিশিষ্ট কবি আব্দুল হাই সিকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবেদীন ফারুক, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান ও একুশে পদকপ্রাপ্ত ছড়াকার আবু সালে উপস্থিত থাকবেন।

এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান তার বড় ছেলে খন্দকার আকবর হোসেন বাবলু। 

এদিকে বিএনপির প্রয়াত মহাসচিব, বরেণ্য রাজনীতিবিদ অ্যাডভোকেট খোন্দকার দেলোয়ার হোসেনের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিবৃতি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিবৃতিতে তিনি বলেন, ১/১১-তে দেশের চরম রাজনৈতিক সংকটকালে বিএনপি মহাসচিবের দায়িত্ব কাঁধে নিয়ে খোন্দকার দেলোয়ার হোসেন দলের বিরুদ্ধে চক্রান্ত রুখে দিতে যোগ্য নেতৃত্ব দিয়েছিলেন।

আরও পড়ুন>>>নির্বাচন বিলম্বে ষড়যন্ত্র চলছে: খন্দকার মোশাররফ

মির্জা ফখরুল বলেন, খোন্দকার দেলোয়ার হোসেনের ছিল বর্ণাঢ্য রাজনৈতিক জীবন। একজন আত্মপ্রত্যয়ী, আদর্শনিষ্ঠ রাজনীতিবিদ হিসেবে দেশের মানুষের মনে শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত থাকবেন তিনি। কথার সঙ্গে কাজের মিল ছিল তার চারিত্রিক বৈশিষ্ট। দৃঢ়তা, অটুট মনোবল এবং ব্যক্তিত্বে তিনি ছিলেন অনন্য উচ্চতায় একজন ব্যতিক্রমী রাজনীতিবিদ।’

তিনি বলেন, ‘ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীকার, স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের মুক্তির সকল সংগ্রামে তিনি রেখেছেন অসামান্য অবদান। মৃত্তিকা ঘনিষ্ঠ এই রাজনীতিবিদ আজীবন জনকল্যাণে নিজেকে যুক্ত রেখেছিলেন।

মির্জা ফখরুল বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দর্শনকে বুকে ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারের কবল থেকে গণতন্ত্রে উত্তরণের প্রত্যেকটি আন্দোলন-সংগ্রামে অ্যাডভোকেট খোন্দকার দেলোয়ার হোসেনের অবদান দল ও দেশবাসী চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।

উল্লেখ্য, ২০১১ সালে ১৬ মার্চ বিএনপির তৎকালীন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়