
ছবি: আপন দেশ
ধর্ষণের শিকার হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে শিশু আছিয়ার। এ শোকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তার বাবা ফেরদৌস। তিনি পেশায় একজন কৃষক ও ভ্যানচালক। মেয়ের এমন পরিণতি মেনে নিতে না পেরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি।
বিষয়টি নজরে আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তিনি দ্রুত বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলামকে ফেরদৌসের চিকিৎসার ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
মঙ্গলবার (১৮ মার্চ) ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের উদ্যোগে ফেরদৌসকে ঢাকায় আনা হয়। এরপর বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলামের তত্ত্বাবধানে তাকে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয় ও চিকিৎসা দেয়া হচ্ছে।
আরও পড়ুন>>>সন্তানের আশায় কবিরাজের কাছে গিয়ে ধর্ষণের শিকার
উল্লেখ্য, আছিয়া গত ৫ মার্চ তার বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়। পরদিন তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। ৮ মার্চ উন্নতি না হওয়ায় তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে ১৩ মার্চ দুপুরে তার মৃত্যু হয়।
তারেক রহমান শুরু থেকেই আছিয়ার চিকিৎসা তদারকি করেছেন। বিএনপির স্বাস্থ্য সেলের সমন্বয়ক ডা. মো. রফিকুল ইসলাম ও তার টিম আছিয়া ও তার পরিবারের পাশে ছিলেন। পাশাপাশি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নও শুরু থেকেই পরিবারটির পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা করেছেন।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।