
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের নেতারা
অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ দাবি করেছে গণঅধিকার পরিষদ।
মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সংবাদ সম্মেলন থেকে এ দাবি তোলা হয়।
আগামী ১৫ দিনের মধ্যে তারা পদত্যাগ না করলে গণঅভ্যুত্থানের সকল শক্তিকে নিয়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেয়া হয়। প্রয়োজনে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করা হবে বলেও জানান তারা।
সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, সম্প্রতি ওয়াসা নিয়োগ নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, তা বাতিল করতে হবে। এছাড়া সরকারের বিভিন্ন দফতরে ছাত্র প্রতিনিধি হিসেবে যারা নিয়োগ পেয়েছেন তাদের নিয়োগ বাতিল করতে হবে। একই সঙ্গে জুলাই-আগস্টে গণহত্যা চালানোর দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিও তোলেন তিনি।
আরওপড়ুন<<>>শেখ হাসিনা পরিবারের ৩১ অ্যাকাউন্টের ৩৯৪ কোটি টাকা অবরুদ্ধ
দলের সহসভাপতি ফারুক হাসান বলেন, শিক্ষার্থীদের দল গঠনের মাধ্যমে ড. মুহাম্মদ ইউনূসের সরকার নিরপেক্ষতা হারিয়েছে। ফলে ছাত্রদের মধ্যে থেকে যারা উপদেষ্টা পরিষদে রয়েছেন তাদের পদত্যাগ করতে হবে।
তিনি দাবি করেন, প্রদান উপদেষ্টার চতুর্দিকে যারা রয়েছেন, তারা আওয়ামী লীগের এজেন্ডাধারী, দালাল। আওয়ামী লীগের আমলে এরা নানা সুযোগ-সুবিধা নিয়েছে। এছাড়া ছাত্রদের যে রাজনৈতিক দল গঠন হয়েছে, তাদের নানাভাবে পৃষ্ঠপোষকতা করছেন। আমরা এটাও শুনেছি, আওয়ামী লীগের বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে আসার জন্য এ সরকারের দুই থেকে তিনজন উপদেষ্টা অত্যন্ত ঘণিষ্ঠভাবে কাজ করছেন। তারা কারা আপনারা জানেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের নাম উঠে আসছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান প্রমুখ।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।