Apan Desh | আপন দেশ

‘আগামী নির্বাচনে মুজিববাদী রাজনীতির জায়গা হবে না’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৮, ১৯ মার্চ ২০২৫

‘আগামী নির্বাচনে মুজিববাদী রাজনীতির জায়গা হবে না’

ছবি: আপন দেশ

আগামীর নির্বাচনে মুজিববাদী রাজনীতির কোনো জায়গা হবে না। বিচারের আগে এটির প্রশ্নই উঠে না। এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহবায়ক (এনসিপি) নাহিদ ইসলাম।

এ বিষয়ে সকল রাজনৈতিক দল ঐকমত্যে পৌঁছাবে বলেও আমা করেন তিনি।

বুধবার (১৯ মার্চ) রাজধানীর লেডিস ক্লাবে বিএনপির ইফতার মাহফিলে অংশগ্রহণ করে এসব মন্তব্য করেন নাহিদ ইসলাম।

এনসিপি আহবায়ক বলেন, রাজনৈতিক নেতৃত্বের মধ্যে অনৈক্য থাকলে অরাজনৈতিক শক্তি সুযোগ নেয়। ফ্যাসিবাদের দোসররা এখনও বিভিন্ন জায়গায় রয়ে গেছে। আমলাতন্ত্র, মাফিয়া ও বিদেশী ষড়যন্ত্রকারী পরাশক্তি রয়েছে। বিগত সরকার দীর্ঘদিন দেশকে নতজানু পরাষ্ট্রনীতির মধ্যে রাখার চেষ্টা করেছে।

আরওপড়ুন<<>>জুলাই গণঅভ্যুত্থানে নিহতের মেয়েকে দলবদ্ধ ধর্ষণ

তিনি আরও বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধরে রাখতে হবে। দলগুলোর মধ্যে মোট বিরোধ থাকলেও সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

নাহিদ বলেন, অংশগ্রহণমূলক নির্বাচনের (ইনক্লুসিভ ইলেকশন) কথা বলা হচ্ছে। আমি মনে করি, একটি অংশগ্রহণমূলক নির্বাচন করার মতো, দেশের মানুষকে প্রতিনিধিত্ব করার মতো রাজনৈতিক দল বা পক্ষ বাংলাদেশে রয়েছে। ৫ আগস্ট বাংলাদেশের মানুষ মুজিববাদ ও ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বিতাড়িত করেছে। ফলে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি ও নির্বাচনে সে মুজিববাদী রাজনীতির কোনো স্থান হবে না।

বিএনপির এ ইফতার মাহফিলে আরও বক্তব্য দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতে ইসলামীর পক্ষে নায়েবে আমীর আবদুল্লাহ মোহাম্মদ তাহের, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নাসহ বিভিন্ন দলের নেতারা।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়