Apan Desh | আপন দেশ

‘আ. লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না’

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৯, ২১ মার্চ ২০২৫

আপডেট: ১৫:৩৯, ২১ মার্চ ২০২৫

‘আ. লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না’

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান

আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না বলে মন্কব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, জনগণ অগ্রাধিকার ভিত্তিতে গণহত্যার বিচার দেখতে চায়। এর বাহিরে অন্য কিছু ভাবার কোন সুযোগ নেই। 

শুক্রবার (২১ মার্চ) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্ট এসব মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বাঁক অতিক্রম করছে। দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পর ২৪-এর ৩৬ জুলাই আমরা একটি নতুন বাংলাদেশ মহান আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত মেহেরবানীতে উপহার হিসেবে পেয়েছি। এজন্য মহান রবের দরবারে অসংখ্য-অসংখ্য শুকরিয়া। এ সময় দেশকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদীরা দেশের ভেতরে ও বাইরে নানা ষড়যন্ত্রে লিপ্ত।

আরওপড়ুন<<>>দ্রুত আ. লীগ নেতাদের বিচার নিশ্চিত করতে হবে: রিজভী

জামায়াত আমীর লিখেন, বাংলাদেশের নির্যাতিত ১৮ কোটি মানুষের দাবি, গণহত্যাকারীদের বিচার, ২৪-এর শহীদ পরিবারগুলোর পুনর্বাসন, আহত এবং পঙ্গু অসংখ্য ছাত্র, তরুণ, যুবক ও মুক্তিকামী মানুষের সুচিকিৎসা একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ১৫ বছরের সৃষ্ট জঞ্জালগুলোর মৌলিক সংস্কার সাধন করে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা।  

তিনি আরও লেখেন, আমরা সর্বস্তরের জনগণকে সংযত, সতর্ক ও ঐক্যবদ্ধ থেকে দল-মতের ঊর্ধ্বে উঠে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করার আহবান জানাই। 

আপন দেশ/এমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়