Apan Desh | আপন দেশ

‘আ.লীগকে নিয়ে নির্বাচন করলে দেশে রক্তের বন্যা বয়ে যাবে’

ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২৫, ২১ মার্চ ২০২৫

‘আ.লীগকে নিয়ে নির্বাচন করলে দেশে রক্তের বন্যা বয়ে যাবে’

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ সমাবেশ

আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করলে দেশে রক্তের বন্যা বয়ে যাবে বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি।

শুক্রবার (২১ মার্চ) ফিলিস্তিনের গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদের সামনে বাদ জুমা বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি। এ সময় ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন সংগঠন বিক্ষোভ সমাবেশ ও মিছিল করছে।

ভারতকে এশিয়ান ইসরাইল আখ্যা দিয়ে ইনকিলাব মঞ্চের এ নেতা বলেন, কেন আওয়ামী নিষিদ্ধের প্রশ্নের উত্তর দেননি? আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে আমরা রাজপথ ছাড়ব না।

হাদি আরও বলেন, আমাদের গায়ে এক ফোটা রক্ত থাকতে আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে দেব না।

তিনি বলেন, দুই হাজারের বেশি শহীদ এবং হাজার হাজার আহতের রক্তের শপথ, আমাদের দেহে এক বিন্দু রক্ত থাকতে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দিবো না। আওয়ামী লীগ মানেই খুনি।

আজাদ ফিলিস্তিন মুসলিমের আহবায়ক মো. ইমরান বলেন, ফিলিস্তিনি ভাইদের রক্ষায় বিশ্বের সবাই আসুন এক হয়ে আন্দোলন করি। উগ্র হিন্দুত্ববাদ এবং জয়োনিজমকে রুখে দিতে হবে।

আরওপড়ুন<<>>আ.লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক: ক্রীড়া উপদেষ্টা

উল্লেখ্য, আওয়ামী লীগ নিষিদ্ধে অন্তর্বর্তী সরকারের কোনো পরিকল্পনা নেই- প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের এমন বক্তব্য প্রত্যাহারের দাবিতে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে ঢাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ।

ইনকিলাব মঞ্চের মিছিলটি কেন্দ্রীয় মসজিদ থেকে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিন, শ্যাডো, সূর্য সেন হল, ভিসি চত্বর হয়ে রাজু ভাস্কর্য আসে। এসময় মিছিলে 'খুনি লীগের পুনর্বাসন, রুখে দাও জনগণ'; 'জুলাইয়ের বাংলায়, গণহত্যাকারীদের ঠাঁই নাই' ইত্যাদি লেখা সম্বলিত প্লেকার্ডও আন্দোলনকারীদের হাতে দেখা যায়।

এ সময় ইনকিলাব মঞ্চের সঙ্গে একাত্মতা ঘোষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। তারা 'আওয়ামী লীগের বিচার চাই', 'আওয়ামী লীগের গদিতে, আগুন জ্বালো একসঙ্গে', 'একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর' 'ইউনূস সাহেবের বক্তব্য প্রত্যাহার করতে হবে', 'গণহত্যার বিচার চাই', 'অবিলম্বে আওয়ামি লীগকে, নিষিদ্ধ করতে হবে'; 'আওয়ামী লীগের বিষদাঁত, ভেঙে দাও গুড়িয়ে দাও' 'শহীদের দিচ্ছে ডাক, আওয়ামী লীগ নিপাত যাক' ইত্যাদি স্লোগান দেন।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়