Apan Desh | আপন দেশ

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪৯, ২১ মার্চ ২০২৫

আপডেট: ২০:১৭, ২১ মার্চ ২০২৫

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

ছবি: আপন দেশ

দেশের চলমান রাজনীতি ও সার্বিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শুক্রবার (২১ মার্চ) রাত ৮টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালযয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

আরওপড়ুন<<>>‘আ.লীগকে নিয়ে নির্বাচন করলে দেশে রক্তের বন্যা বয়ে যাবে’

এদিকে, আওয়ামী লীগ ইস্যুতে বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে ফেসবুকে দেয়া এনসিপির জ্যেষ্ঠ নেতা হাসনাত আবদুল্লাহর একটি পোস্ট ঘিরে আলোচনা চলছে দেশজুড়ে। যে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দেশের কোথাও কোথাও মিছিলও হয়েছে।

এরপর ক্ষমতাচ্যুত এ দলটির নিষিদ্ধের দাবির ইস্যুতে কথা বলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ-ও। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীও দুপুরে একটি স্ট্যাটাস দিয়ে পরে তা সরিয়ে নেন। এর মধ্যেই সংবাদ সম্মেলন ডাকলো এনসিপি।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়