
সংগৃহীত ছবি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, খুবই পরিকল্পিতভাবে নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। শনিবার (২২ মার্চ) ১২ দলীয় জোটের ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, গণতন্ত্র মানে নির্ভয়ে নির্বাচনে ভোট দেয়া। সে গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি করা হচ্ছে। যা শেষ হয়ে যায় তা সংস্কার না, সংস্কার একটি চলমান প্রক্রিয়া।
তিনি বলেন, দল মতের পার্থক্য থাকবে, কিন্তু গণতান্ত্রিক দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যে ঐক্য নিয়ে স্বৈরাচারকে বিদায় করেছে সবাই, সে ঐক্যকে ধরে রাখতে হবে। সংস্কারকে সবাই মিলে বাস্তবায়ন করতে হবে, সেটাই প্রত্যাশা।
তারেক রহমান বলেন, মতপার্থক্য থাকতে পারে, কিন্তু সমস্যা সমাধানে বসা হবে, আলোচনা হতে পারে। তবে ঐক্য ধরে রাখতে হবে যেনো ফ্যাসিবাদ আর কোনো সুযোগ না পায়।
তারেক বলেন, আমাদের রাজনৈতিক ভিন্ন মত আছে। আদর্শ সবার এক নয়। কিছু কিছু ভিন্নতা আমাদের আছে। কিন্তু একটি জায়গায় আমরা সকলে এক। বাংলাদেশ, বাংলাদেশের মানুষ, গণতন্ত্র। এখানে কিন্তু কোনো বিভেদ নেই। বেসিক বিষয়টিতে আমরা সকলে একত্রিত।
তিনি আরও বলেন, প্রায় সব রাজনৈতিক নেতারা আছেন, সব দলের বাংলাদেশের মোটামুটি সবাইকে আমি আহবান জানাব, অনুরোধ করব আমার দলের পক্ষ থেকে, বিগত ১৫ বছর আমরা প্রত্যেকটি বিরোধী দল রাজপথে থেকে গণতন্ত্রের পক্ষে ছিলাম। প্রত্যেকটি রাজনৈতিক দল এ দেশের মানুষের অধিকারকে, রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের বহু সহকর্মীকে হারিয়েছি। জুলাই-আগস্টে যে জনতার অভ্যুত্থান হয়েছে, সে অভ্যুত্থানে আমরা বহু আপনজনকে হারিয়েছি, সহকর্মীদের হারিয়েছি, পরিচিতজনদের হারিয়েছি। আসুন যেই ঐক্য নিয়ে আমরা স্বৈরাচারকে বিদায় করেছিলাম, সেই ঐক্যকে আমরা ধরে রাখি।
তারেক রহমান বলেন, আজকের এ সফল অনুষ্ঠানের মতো আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আগামী দিনে ঐক্য বজায় রেখে দেশের মানুষের প্রত্যাশিত গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠিত করব। এ দেশের মানুষের প্রত্যাশিত সংস্কার প্রক্রিয়াকে আমরা সবাই মিলে আলোচনার মাধ্যমে বাস্তবায়ন করব।
আমাদেরকে যেকোনো মূল্যে ঐক্য ধরে রাখতে হবে। মতভিন্নতা থাকবে। আমরা বসবো, আলোচনা করব। এমন কিছু আমরা বলব না, এমন কিছু করা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব, যাতে করে কোনোভাবেই স্বৈরাচার বা তার প্রেতাত্মারা আবার এদেশের মানুষের কাঁধে চেপে বসতে পারে। এই হোক আমাদের প্রত্যাশা।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।