
জধানীতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্ততা করছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা করা হলে তা কঠোর হাতে দমন করা হবে। এ মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম।
শনিবার (২২ মার্চ) বিকেলে রাজধানীর বকশিবাজারে কারা কনভেনশন সেন্টারে লালবাগ থানা এনসিপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত হয়ে কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হয়েছে। তবে প্রতিষ্ঠান নয়, দলীয়করণে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনতে হবে।
তিনি বলেন, রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হলে তা সামরিক শাসনের পথ খুলে দেয়, যা কখনোই কাম্য নয়। গণতান্ত্রিক ধারা বজায় রাখতে সবাইকে সচেতন থাকতে হবে।
তিনি আরও বলেন, শুধু আওয়ামী লীগ নয়, ফ্যাসিবাদের দোসরদেরও বিচারের আওতায় আনতে হবে। ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য পদক্ষেপ নিতে হবে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।