Apan Desh | আপন দেশ

বিএনপির ২ হাজার নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে: আমীর খসরু

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ২০:৪০, ২২ মার্চ ২০২৫

বিএনপির ২ হাজার নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে: আমীর খসরু

আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিভিন্ন অভিযোগে দলের দুই হাজার নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। 

শনিবার (২২ মার্চ) ট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আমীর খসরু বলেন, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলেই বহিষ্কার করা হচ্ছে, পরে তদন্ত চলছে। ইতোমধ্যে প্রায় ২ হাজার নেতাকর্মী বহিষ্কৃত হয়েছে। অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হচ্ছে। তদন্তে নির্দোষ প্রমাণিত হলে তাদের দলে ফিরিয়ে আনা হচ্ছে।

তিনি আরও বলেন, আমরা সরকারকে আহবান জানাচ্ছি যারা অপরাধে জড়িত, তারা যে দলেরই হোক আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য। এ ক্ষেত্রে দলমত বিবেচনা করার দরকার নেই। আমরা নিজেরা সরকারে থাকলেও এটাই করতাম।

বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা হচ্ছে—এমন অভিযোগ নিয়ে তিনি বলেন, এটি বিএনপির জনপ্রিয়তা ক্ষুণ্ণ করার কৌশল। যারা এমন প্রচার চালাচ্ছে, তাদের কোনো আদর্শ নেই। বিএনপি সবচেয়ে বেশি নির্যাতিত দল। বেগম খালেদা জিয়াসহ নেতাকর্মীরা জেল-জুলুমের শিকার হয়েছেন। আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না উল্লেখ করে আমীর খসরু বলেন, আমরা বিচারহীনতার সংস্কৃতিতে বিশ্বাস করি না। তবে শেখ হাসিনাসহ অপরাধে জড়িতদের বিচার চাই। অন্তর্বর্তী সরকারকে দ্রুত দৃশ্যমান বিচারপ্রক্রিয়া শুরুর আহবান জানাই।

তিনি আরও বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। আমরা প্রতিদিন গণতন্ত্রহীন অবস্থায় দিন পার করছি। নির্বাচনকেন্দ্রিক সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দিতে হবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়