Apan Desh | আপন দেশ

সেনাবাহিনীকে বিতর্কিত করার হীন প্রচেষ্টা চলছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৯:৩৮, ২৪ মার্চ ২০২৫

সেনাবাহিনীকে বিতর্কিত করার হীন প্রচেষ্টা চলছে: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিতর্কিত করার হীন প্রচেষ্টা শুরু হয়েছে। এর মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিপন্ন করার ষড়যন্ত্র চলছে।

সোমবার (২৪ মার্চ) সন্ধ্যায় রাজধানীর লেডিস ক্লাবে বিএনপি মিডিয়া সেল আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের প্রতিটি সংকটময় সময়ে সেনাবাহিনী জাতির পাশে দাঁড়িয়েছে। অথচ আজ তাদের বিতর্কিত করার ষড়যন্ত্র হচ্ছে। এটি কোনো সাধারণ ঘটনা নয়। বরং এটি দেশের নিরাপত্তার বিরুদ্ধে গভীর চক্রান্তের অংশ।’

তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব যেন বিপন্ন হয়, আমাদের যেন অরক্ষিত করা যায়, সে লক্ষ্যেই একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত। এ অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে।

আরও পড়ুন>>>সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা করা হচ্ছে: তারেক রহমান

বিএনপি মহাসচিব বলেন, খুবই সুপরিকল্পিতভাবে বাংলাদেশকে আবার অস্থিতিশীল করার চেষ্টা চলছে। দেশের যে প্রতিষ্ঠানগুলো এখনো স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তাদেরও বিতর্কিত করা হচ্ছে। বিশেষ করে সেনাবাহিনীকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে।

তিনি আরও বলেন, এটার পেছনে কোনো মহান উদ্দেশ্য নেই। একটাই উদ্দেশ্য— ফ্যাসিবাদী কায়দায় দেশের নিরাপত্তা নষ্ট করা। অতীতেও ফ্যাসিস্ট শাসকদের সময়ে এ ধরনের ষড়যন্ত্র হয়েছে, আজকেও সে একই পথ অনুসরণ করা হচ্ছে।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়