Apan Desh | আপন দেশ

‘শহীদ আবু সাঈদের ভাস্কর্য তৈরি বরদাশত করা হবে না’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১৯, ২৬ মার্চ ২০২৫

‘শহীদ আবু সাঈদের ভাস্কর্য তৈরি বরদাশত করা হবে না’

বায়তুল মোকাররম উত্তর গেটে বাংলাদেশ খেলাফত মজলিসের মিছিল

পরিবারের পক্ষ থেকে নিষেধ সত্বেও শহীদ আবু সাঈদের ভাস্কর্য তৈরি করে তার বিশ্বাস ও চেতনার সঙ্গে গাদ্দারি বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের নেতারা।

বুধবার (২৬ মার্চ) বায়তুল মোকাররম উত্তর গেটে সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে বাংলা নববর্ষের শোভাযাত্রায় শহীদ আবু সাঈদের ভাস্কর্য তৈরির ঘোষণার তাৎক্ষণিক প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে এ কথা বলেন তারা।

ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা সানাউল্লাহ আমিনীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা রাকীবুল ইসলামের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল পূর্ব প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, শহীদ আবু সাঈদ নিজে ভাস্কর্য ও মঙ্গল শোভাযাত্রার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। শহীদ পরিবারের পক্ষ থেকে বারবার ভাস্কর্যসহ শরীয়তবিরোধী যেকোনও কাজ করা থেকে বিরত থাকার আহ্বান করা হয়েছে। আখেরাতে যেন প্রতিদান পায়, এমন কর্মসূচি পালন করার অনুরোধ জানিয়েছেন। অথচ সেরকম কিছু না করে, শহীদ আবু সাঈদ ও তার পরিবারের আবেদনকে উপেক্ষা করে ভাস্কর্য তৈরির ঘোষণা দেয়া হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

অন্যদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি মাওলানা আতিকুল্লাহ, মাও. শরিফুজ্জামান জসিম, হাফেজ শামসুল আলম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা কাজী সালেহ, মাওলানা ইমদাদুল্লাহ বিন ছায়েনুদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু হানিফ নোমান, অফিস সম্পাদক আব্দুর রাজ্জাক, শ্রমিক মজলিস ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা খাইরুল ইসলাম ঠাকুর, যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের বায়তুল মাল সম্পাদক মুহাম্মাদ জসিম উদদীন, প্রকাশনা সম্পাদক মাওলানা আব্দুর রহমান সজিব, প্রচার সম্পাদক মাওলানা নাজমুল ইসলাম প্রমুখ।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়