
ফাইল ছবি
বরিশালের হিজলা উপজেলায় বালুমহালের দরপত্র নিয়ে সেনা সদস্যকে অপহরণ, মারধর ও মালামাল ছিনিয়ে নেয়া হয়। এতে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিএনপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
এ ঘটনার পর বিএনপি একটি তদন্ত কমিটি গঠন করেছে। বিএনপির পক্ষ থেকে কমিটিতে আহবায়ক করা হয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট গোলাম মুহাম্মদ চৌধুরী আলালকে।
কমিটিকে আগামী ৫ দিনের মধ্যে তদন্ত শেষ করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর লিখিত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এ প্রতিবেদন বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে হবে। এ ঘটনায় অভিযুক্ত নেতৃবৃন্দের দলীয় পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।