
হিরো আলম ও ইশরাক হোসেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করেছেন আদালত। বৃহস্পতিবার (২৭ মার্চ) ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএসসিসি নির্বাচনে ইশরাক হোসেন পরাজিত হন। সে সময় আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে মেয়র হিসেবে ঘোষণা করা হয়।
তবে গত বছরের ১৯ আগস্ট সরকার শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলামসহ ১২ সিটি করপোরেশন মেয়রকে তাদের পদ থেকে অপসারণ করে। এরপর আজ আদালত ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন।
আরও পড়ুন>>>ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা
এদিকে ইশরাককে মেয়র ঘোষণা করার পর আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম ফেসবুকে নিজের আসনে এমপি পদ দাবি করলেন। তিনি ফেসবুকে লিখেছেন, যেহেতু ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করা হয়েছে। হিরো আলমের ঢাকা-১৭, বগুড়া-৪ ও ৬ আসনের এমপি পদ ফিরিয়ে দেয়া হোক। আমি তো অনেক নির্যাতিত হয়েছি।
হিরো আলমের এ দাবির প্রতি নেটিজেনদের বেশিরভাগই সমর্থন জানিয়েছেন। অনেকেই মন্তব্য করেছেন, ইশরাক যদি মেয়র হতে পারেন, তবে হিরো আলম কেন নয়?
এর আগে হিরো আলম বলেছিলেন, তিনি আর রাজনীতিতে থাকবেন না। কোনো দলের সঙ্গে যুক্ত হবেন না। তবে এবার নতুন করে তিনি এমপি পদ দাবি করে আলোচনা শুরু করেছেন।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।